রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় সিএএ লাগু না করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাবে রাজ্য সরকার

June 4, 2021 | < 1 min read

বাংলায় সংশোধনী নাগরিকত্ব আইন (CAA) লাগু না করার আর্জি জানিয়ে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবারও চিঠি পাঠাবে রাজ্য সরকার।

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে উদ্বাস্তু হয়ে আসা অ-মুসলিম জনগণ এ বার ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে সম্প্রতি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গুজরাত, রাজস্থান, ছত্তীসগঢ়, হরিয়ানা ও পঞ্জাবের ১৩টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবেন। যদিও বাংলার বিষয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রের এই দপ্তর। কিন্তু তাঁর আগেই কেন্দ্রীয় সরকারকে বাংলায় সিএএ লাঘু না করার আর্জি জানাবে রাজ্য সরকার।

এক সরকারি কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘চিঠিতে বাংলায় যাতে সিএ এ (CAA) না হয় সে বিষয়ে জোড় দেওয়া হবে। যারা বাংলায় বসবাস করছেন তাদের সবারই নাগরিকত্ব আছে। নতুন করে নাগরিকত্বের প্রয়োজন নেই।’

তৃণমূল বিধায়ক সুরজিৎ বিশ্বাস বলেন, ‘আমরা সিএএ- র বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন করব।

সূত্রমতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বাংলায় তিনি সিএএ হতে দেবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA Protest, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন