কলকাতা বিভাগে ফিরে যান

সিনেমার টিকিটের আদলে বুক করুন করোনা টিকা

June 4, 2021 | < 1 min read

এত দিন সিনেমা, থিয়েটারের আসন সংরক্ষণের জন্য যে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতেন অনেকে এ বার সেই ‘বুক মাই শো’তেই (Book My Show) টিকা নেওয়ার সময় সংরক্ষণ করা যাবে। কলকাতার এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে এই ব্যবস্থা চালু হচ্ছে। মেডিকা হাসপাতালে টিকা নেওয়ার সময় এ ভাবেই সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছেন সংস্থার সিনিয়ার ভাইস চেয়ারম্যান চিকিৎসক কুণাল সরকার।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘সুষ্ঠু ভাবে সাধারণ মানুষ যাতে টিকার (Corona Vaccine) স্লট বুক করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা করেছি আমরা। টিকা নিতে এসে বা আসার আগে হয়রানি এড়াতেই প্রযুক্তির সাহায্য নেওয়া।’’

তবে এই ওয়েবসাইটের মাধ্যমে বুকিং-এর আগে কোউইন-এ নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। অনলাইনে এই সংরক্ষণের জন্য নাম, ফোন নম্বর ছাড়াও আধার নম্বর দিতে হবে। আপাতত ৮৫০ টাকা দিয়ে কোভিশিল্ড টিকার ‘স্লট’ বুক করা যাচ্ছে। কুণাল বলেন, ‘‘সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়ামে বর্তমানে এক দিনে এক হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যে তা বাড়িয়ে দু’হাজার করা হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#corona vaccine, #Book My Show, #covid-19

আরো দেখুন