দেশ বিভাগে ফিরে যান

সিরাম ইনস্টিটিউটকে ভারতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা তৈরির অনুমতি

June 5, 2021 | < 1 min read

সিরাম ইনস্টিটিউটকে (Serum Institute of India) এবার ভারতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা (Sputnik V Vaccine)তৈরির অনুমতি দিল কেন্দ্র। গতকাল, শুক্রবার দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডি জি সি আই এই অনুমতি দিল পুনের এই টিকা নির্মাণকারী সংস্থাকে।

যদিও সিরামকে শুধু পরীক্ষা-নিরিক্ষার পর উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়েছে মাত্র। এখনই বিক্রি করতে পারবে না আদার পুনাওয়ালার সংস্থা। রাশিয়ার ‘গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’-র সঙ্গে যৌথ ভাবে এই টিকা সিরাম তৈরি করবে বলেই খবর।

এ প্রসঙ্গে সিরামের মুখপাত্র জানিয়েছেন, আমরা কেবল ‘স্পুটনিট ভি’-র উৎপাদনের অনুমতি পেয়েছি। তবে এখন আমাদের মূল লক্ষ্য কোভিশিল্ড ও কোভ্যাকসিন বানানো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sputnik V, #serum institute of india

আরো দেখুন