রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টাতেও রাজ্যে নিম্নমুখী সংক্রমণ, স্বস্তি বাংলায়

June 7, 2021 | < 1 min read

গত ২৪ ঘণ্টাতেও নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID-19)  গ্রাফ। একদিনে সংক্রমিত হয়েছেন মাত্র ৭,০০২ জন। সামান্য নিম্নমুখী মৃত্যু। একদিনে করোনাকে জয় করেছেন ১৫, ৮৮২। সুস্থতার হার ৯৬.৩৭ শতাংশ। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ১,৪৩৪ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগেরদিনের তুলনায় একটু হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। দ্বিতীয় স্থানে কলকাতা। তবে নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৪৫ জন। বহুদিন পর গত ২৪ ঘণ্টায় কলকাতার দৈনিক সংক্রমণ আটশোরও কম। তৃতীয় স্থানে উঠে এসেছে জলপাইগুড়ি। একদিনে সংক্রমিত সেখানকার ৫৪৩ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৩৯০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে ভয় বাড়াচ্ছে জলপাইগুড়ি।

রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,১৯, ১৩০। মৃত্যু হয়েছে মোট ১৬,১৫৯ জনের। আর সুস্থ হয়ে ফিরেছেন ১৩, ৭৪, ৪১৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৭০ হাজর ৫৩। এর মধ্যে ১১ শতাংশেরও বেশি রিপোর্ট পজিটিভ। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৫ হাজার ৪৫৪। রাজ্যে সুপার স্প্রেডারদের অগ্রাধিকার দিয়ে চলছে টিকাকরণ। শ্রমিক, বাজারের ব্যবসায়ী-সহ একাধিক জীবিকার সঙ্গে যুক্ত মানুষজনের টিকাকরণ হচ্ছে পুরসভার উদ্যোগে। কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পাশাপাশি কলকাতায় সোমবার থেকে রুশ করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-র ব্য়বহারও শুরু হবে। তবে সামগ্রিকভাবে রাজ্যে করোনার নিম্নমুখী গ্রাফ আশাই জাগাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #covid-19, #West Bengal

আরো দেখুন