দেশ বিভাগে ফিরে যান

ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম, মাথায় হাত জন সাধারণের

June 7, 2021 | 2 min read

সপ্তাহের প্রথম দিনে ফের পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন পেট্রোলের দাম (Petrol Price Today) ২৪-২৮ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷ ডিজেলের দামও বাড়ানো হয়েছে ২৬ থেকে ২৮ পয়সা প্রতি লিটারে (Diesel Price Today) ৷ এদিন দাম বাড়ার পর দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৯৫.৩১ টাকা, ডিজেল ৮৬.২২ টাকা ৷ আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে অপরিশোধিত তেলের দাম যার প্রভাব সরাসরি পড়ছে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে ৷

সম্প্রতি দেশের প্রায় সমস্ত শহরে অগ্নিমূল্য জ্বালানির দাম ৷ গত ২১ দিনে পেট্রোলের দাম লিটার প্রতি ৪.৯৯ টাকা এবং ডিজেল ৫.৪৪ টাকা বাড়ানো হয়েছে ৷

দেখে নিন বিভিন্ন শহরে ১ লিটার পেট্রোলের দামদিল্লি- ৯৫.৩১ টাকামুম্বই- ১০১.৫২ টাকাকলকাতা- ৯৫.২৮ টাকাচেন্নাই- ৯৬.৭১ টাকাজয়পুর – ১০১.৮৮ টাকাবেঙ্গালুরু- ৯৮.৪৯ টাকানয়ডা- ৯২.৬৭ টাকা

দেখে নিন বিভিন্ন শহরে ১ লিটার ডিজেলের দামদিল্লি- ৮৬.২২ টাকামুম্বই- ৯৩.৫৮ টাকাকলকাতা- ৮৯.০৭ টাকাচেন্নাই- ৮৯.০৭ টাকাজয়পুর- ৯৫.৮১ টাকাবেঙ্গালুরু- ৯১.৪১ টাকানয়ডা- ৮৬.৭০ টাকা

পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি , ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুন দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপরে নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Diesel Price Hike, #Petrol Diesel Price Hike, #Petrol Price Hike, #petrol diesel

আরো দেখুন