আবার বেসুরো রাজীব, নিশানা শুভেন্দু? জল্পনা রাজনৈতিক মহলে
রাষ্ট্রপতি শাসন নিয়ে দলেরই ভিন্ন সুরে বিস্ফোরক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, ‘কথায় কথায় দিল্লি, ৩৫৬ ধারার জুজু দেখালে চলবে না। ৩৫৬ ধারা জারির জুজু দেখালে ভালভাবে নেবে না বাংলা। বিপুল জনসমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে জুজু দেখালে চলবে না।’
রাজীব আরও লিখেছেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্যোগ বিধ্বস্ত বাংলার পাশে থাকুন। সবার ইয়াস-করোনায় বিপর্যস্ত বাংলার পাশে থাকা উচিত।’
এর আগে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। তিনি জনগণের রায়ে নির্বাচিত সরকারের সমালোচনা করার বদলে দলকে আত্মসমালোচনা করার পরামর্শ দেন। এবার রাজীবও প্রকাশ্যে দলীয় নীতির বিরোধিতা করলেন।
‘মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা, উগ্র হিন্দুত্ববাদী প্রচার ভালভাবে নেয়নি বাংলা। প্রথম থেকে এর বিরোধিতা করেছিলাম, কেউ শোনেনি। নীচের তলার কর্মীদের সঙ্গে কারও কোনও যোগাযোগ নেই,’ বিস্ফোরক রাজীব।