দেশ বিভাগে ফিরে যান

বিদেশে গেলে পাসপোর্টের সঙ্গে লিঙ্ক করাতেই হবে টিকাকরণের সার্টিফিকেট

June 8, 2021 | < 1 min read

পড়াশোনা বা চাকরির প্রয়োজনে যাঁরা বিদেশ যেতে চাইছেন, তাঁদের এবার পাসপোর্টের সঙ্গে কোউইন টিকাকরণের সার্টিফিকেট লিঙ্ক করতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে টোকিও ওলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলের অ্যাথলিটদের ক্ষেত্রেও। পাশাপাশি তাঁরা ২৮ দিনের ব্যবধানেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।  সোমবার কেন্দ্রের তরফে জানানো হল, টিকাকরণের (Covid-19 vaccination) নতুন নিয়মের অঙ্গ হিসেবে এই পদক্ষেপ। জরুরি ভিত্তিতে যাঁদের বিদেশ সফর করতে হচ্ছে, তাঁদের জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সুযোগ মিলবে। কেন্দ্রের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পাসপোর্টের সঙ্গে লিঙ্ক করানোর ক্ষেত্রে কোভিশিল্ড টিকার নাম উল্লেখ থাকাই যথেষ্ট। আর অন্য কোনও মাপকাঠির প্রয়োজন পড়বে না। কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্ট, একমাত্র কোভিশিল্ড প্রাপকরাই এই সুবিধা পাবেন।

এদিকে, ঘরোয়া উড়ানের ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করতে চলেছে কেন্দ্র। এখন অন্তর্দেশীয় উড়ানে ওঠার ৭২ ঘণ্টা আগে যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। নয়া নিয়মে বলা হয়েছে, যে সমস্ত বিমানযাত্রীর কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট না থাকলেও চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#passport, #COVID 19 Vaccination

আরো দেখুন