উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নারায়ণী ব্যাটালিয়নের হেড কোয়ার্টারের জন্য জমি হস্তান্তর, খুশির হাওয়া কোচবিহারে

June 8, 2021 | < 1 min read

নারায়ণী ব্যাটালিয়নের হেড কোয়ার্টারের জন্য জমি হস্তান্তর সম্পন্ন হল সোমবার। বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার (coochbehar) জেলার মেখলিগঞ্জ (mekhliganj) ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই হেড কোয়ার্টারের জন্য শিলান্যাস করা হয়েছিল। তার কিছুদিন পর নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় এনিয়ে আর বেশি দূর এগোতে পারেনি প্রশাসন। ভোট শেষের পর হেড কোয়ার্টার গড়ার বিষয়ে তৎপরতা শুরু হয়।

চ্যাংরাবান্ধায় মেখলিগঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে সোমবার হেড কোয়ার্টারের জন্য জমি হস্তান্তর সম্পন্ন হয়েছে। নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই জমি রয়েছে। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুজন রায় এদিন জেলা পুলিশের কর্তাদের হাতে জমির নথিপত্র তুলে দিয়েছেন। যদিও এবিষয়ে পুলিশ কর্তারা কোনও মন্তব্য করেননি।

কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর খড়খরিয়া ও নিজতরফে নারায়ণী ব্যাটালিয়নের (Narayani Battalion) হেডকোয়ার্টার তৈরি হবে। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হেড কোয়ার্টারের শিলান্যাস করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coochbehar, #Narayani Battalion, #Mekhliganj

আরো দেখুন