উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

সংগঠনকে চাঙ্গা করতে এমাসেই উত্তরবঙ্গ সফরে অভিষেক

June 9, 2021 | 2 min read

সংগঠনের ফাঁকফোকর খুঁজে তা মেরামত করতে এবার জেলা সফরে বের হচ্ছেন তিনি। জুন মাসের তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গ (North Bengal) সফর দিয়ে অভিষেক তাঁর জেলা সফর শুর করতে চলেছেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। গত লোকসভা ভোটের তুলনায় বিধানসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ের ফলাফলে মোটেই খুশি নন অভিষেক (Abhishek Banerjee)। তিন জেলায় দলের এই শোচনীয় ফল কেন হল, তা খতিয়ে দেখতে এবার ব্লক স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। অভিষেকের সফরে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের থাকার সম্ভবনাও প্রবল।

২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই রাজ্যজুড়ে সংগঠন মজবুত করতে তৃণমূল উদ্যোগী হয়েছে। বিজেপির বিজয়রথ থামাতে গেলে উত্তরবঙ্গে ফাঁকফোকরগুলি মেরামত করার প্রয়োজন আছে। তাই এখন থেকেই অভিষেক এই ফাঁকফোকর মেরামত করতে উদ্যোগী হয়েছেন। খুব শীঘ্রই দলের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল করা হবে। প্রবীণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘দলের সংগঠন পরিশ্রম করছে। কিছু কিছু জায়গায় আমাদের সংগঠনে কিছু দুর্বলতা চিহ্নিত হয়েছে। সেগুলিও মেরামত করা হবে।’

সোমবার রাজ্যে বাজ পড়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। বুধবার তিনি বহরমপুর এবং রায়গঞ্জ যাবেন। মৃতদের পরিবারের সাথে দেখা করবেন। বৃহস্পতিবার হরিপাল, খানাকুল ও পোলবায় যাবেন। সেখানেও মৃতদের পরিবারের সাথে দেখা করবেন। শুক্রবার বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর যাবেন বলেও ঠিক আছে এখন অবধি। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মৃতের পরিবারের হাতে দু লক্ষ টাকা করে তুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

তৃণমূল সূত্রে খবর সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেকের বিস্তারিত আলোচনা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে জুলাই থেকেই সর্বভারতীয় স্তরে সংগঠন বাড়াতে আদাজল খেয়ে মাঠে নামবে তৃণমূল। এ বিষয়ে প্রশান্ত কিশোরের সাথেও আলোচনা করেছেন অভিষেক। রাজ্য স্তরেও সংগঠন মজবুত করার দিকে জোড় দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #abhishek banerjee

আরো দেখুন