যোগী সরকারের প্রাক্তন মুখ্যসচিবকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ কেন্দ্রের, বিতর্ক
আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (Uttar Pradesh assembly elections 2022)। তার আগে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের প্রাক্তন মুখ্যসচিব অনুপচন্দ্র পান্ডেকে (Anup Chandra Pandey) (৬২) নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হল। যিনি আগামী তিন বছর নির্বাচন কমিশনে (Election Commission) থাকবেন।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে গত ১২ এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব ছেড়েছিলেন সুনীল অরোরা। তারপর থেকে নির্বাচন কমিশনের শীর্ষস্তরে একটি পদ ফাঁকা ছিল। এবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৯৮৪ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার পান্ডেকে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করতে সন্তোষ প্রকাশ করছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আপাতত মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুশীল চন্দ্র। অপর নির্বাচন কমিশনার রাজীব কুমার।
১৯৫৯ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মেছেন পান্ডে। মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেছেন। রয়েছে এমবিএ ডিগ্রি। প্রাচীন ইতিহাসে পিএইচডি করেছেন। কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ছিলেন উত্তরপ্রদেশ ক্যাডারের অফিসার। উত্তরপ্রদেশের পরিকাঠামো ও শিল্প উন্নয়ন কমিশনার ছিলেন। যোগী সরকারের মুখ্যসচিবের দায়িত্বও সামলেছেন। ২০১৯ সালের অগস্টে অবসর গ্রহণ করেছিলেন। এবার তাঁকে নয়া দায়িত্বে নিয়ে আসা হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কমিশনে থাকবেন। অর্থাৎ পরবর্তী লোকসভা নির্বাচনের ঠিক আগে কমিশনে তাঁর কাজের মেয়াদ শেষ হবে। আগামী বছর পাঁচ রাজ্যে (উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড) বিধানসভা ভোটের সময় কমিশনে থাকবেন পান্ডে।