রাজ্য বিভাগে ফিরে যান

আধ ঘণ্টা আগে বাজের জানান দেবে ‘দামিনী’

June 10, 2021 | 2 min read

বজ্রপাতে আকস্মিক মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে ‘দামিনী’ (Damini) । এটি একটি মোবাইল অ্যাপ, যা কোনও এলাকায় বাজ পড়ার আগেই সতর্ক করতে পারে। কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেট্রোলজি বছর তিনেক আগে এটি চালু করেছিল। কেন্দ্রের আর্থ-সায়েন্স মন্ত্রক এটি পরিচালনা করে। অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করার পর নিজের অবস্থান সেখানে চিহ্নিত করলে সংশ্লিষ্ট এলাকায় বজ্রপাতের আশঙ্কা আছে কি না, তা দেখা যায়। কোনও নির্দিষ্ট এলাকার ২০ থেকে ৪০ কিমি ব্যাসের মধ্যে বজ্রপাতের সম্ভাবনাও জানিয়ে দেয় এই অ্যাপ। কতক্ষণ বাদে বাজ পড়বে, তারও হদিশ মেলে এই অ্যাপ থেকে। যতদিন যাচ্ছে, এই অ্যাপের ব্যবহার ততই জরুরি হয়ে পড়ছে। আবহাওয়া দপ্তরের দাবি, আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিট আগে বাজ পড়ার সতর্কবার্তা দিতে পারে এই অ্যাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জি সি দাস জানিয়েছেন, বজ্রপাতের (Lightning) আগাম সতর্কতা দিতে পারে এই ব্যবস্থা। সাধারণ মানুষ যত বেশি এটি ব্যবহার করবেন, ততই ভালো। তাঁর কথায়, আবহাওয়া দপ্তর বজ্রপাতের সতর্কবার্তা জারি করে। কোনও এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলে তা ওয়েবসাইটে দিয়ে দেয়। সংশ্লিষ্ট প্রশাসনকেও তা জানিয়ে দেওয়া হয়। এখন সোস্যাল মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে। যাতে সাধারণ মানুষ সহজেই বাজ পড়ার আগাম পূর্বাভাস পেতে পারেন। এই পূর্বাভাস ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা চলছে। অধিকর্তার দাবি, এক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলির মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।

আবহাওয়া দপ্তর মূলত ডপলার রেডারের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টির কথা কয়েক ঘণ্টা আগে জানতে পারে। কলকাতায় নিউ সেক্রেটারিয়েট ভবনের ছাদে ডপলার রেডারটি লাগানো রয়েছে। উপকূলবর্তী এলাকায় অবশ্য অনেকগুলি এমন রেডার আছে। সেগুলি ঘূর্ণিঝড় ও নিম্নচাপের উপর নজরদারি চালায়। প্রবীণ আবহাওয়াবিদ ও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল মিহির গুহ জানিয়েছেন, বর্ষা আসার আগে বজ্রমেঘে জলীয় বাষ্প তুলনামূলকভাবে কম থাকে। তাই এই সময় মেঘের মধ্যে ঘর্ষণে বেশি পরিমাণে বিদ্যুৎ সৃষ্টি হয়। বর্ষার আগে বজ্রপাত এই কারণেই বেশি হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lightning, #Damini, #Damini app, #lightning strike

আরো দেখুন