দেশ বিভাগে ফিরে যান

কোভিড বিধি মেনে রথ যাত্রার সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন

June 10, 2021 | < 1 min read

কোভিড বিধি মেনেই পুরীর (Puri) রথযাত্রা (Rath Yatra) পালিত হবে এ বছর। তবে ওড়িশার আরও কোথাও রথযাত্রা পালন করা যাবে না বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।

স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা বৃহস্পতিবার জানিয়েছেন, এ বছর পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হবে। তবে কোনও ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে যে সব সেবাইতের টিকার দুটো ডোজই নেওয়া থাকবে, তাঁদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন জেনা।

তিনি আরও জানান, রথযাত্রার সময় পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। ২০২০-তে কোভিড পরিস্থিতির কারণে রথাযাত্রা বন্ধ ছিল। ওই বছরেই সুপ্রিম কোর্ট রথযাত্রা পালনের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা মেনেই এ বছর রথযাত্রা পালন করা হচ্ছে বলে জানিয়েছেন জেনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#rath yatra, #Puri, #covid-19

আরো দেখুন