ঘরছাড়াদের নাম ঠিকানা এখনও দিলেন না কেন? তথাগতকে তাগাদা চন্দ্রিমার
ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একবার টুইট লড়াই তথাগত-চন্দ্রিমার (Chandrima Bhattacharya)। দিন কয়েক আগে বিজেপি নেতা দাবি করেছিলেন, দলের কর্মীরা ঘরছাড়া। তাঁদের নাম-ঠিকানা জানতে চান চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার ফের বিজেপি নেতাকে সে কথা স্মরণ করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী।
তথাগত (Tathagata Roy) টুইট করেন,”বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে চেয়েছিলেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। আমি তাঁর কাছে ইমেল বা হোয়াটসঅ্যাপ চেয়েছি।”
বিগত টুইটের কথা স্মরণ করিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) প্রত্যুত্তর, ”গত ৭ জুন আমি আপনাকে অনুরোধ করেছিলাম বিস্তারিত তথ্য দিন। আপনার সঙ্গে ই-মেল আইডি-ও শেয়ার করতে পারি। পরিস্থিতির অভিঘাত অনুভব করে আপনার কাছ থেকে উত্তরের প্রত্যাশায় ছিলাম। তবে কোনও জবাব পেলাম। আপনাকে বার্তাও পাঠাতে পারছি না। কারণ আপনি সেই ব্যবস্থা বন্ধ করে রেখেছেন। দয়া করে নিজের দাবি অনুযায়ী পদক্ষেপ করুন।”
দিন কয়েক আগে বিজেপি নেতা (Tathagata Roy) টুইটারে দাবি করেন,”কাঁদতে কাঁদতে এসেছিলেন একজন কাছের মানুষ। জানালেন,কয়েক হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। বড় অঙ্কের টাকা দিলে ঘরে ফিরতে পারবেন তাঁরা। আমি অসহায়। কেএসএ পালিয়েছে। ডি কল তুলছেন না!”
তথাগতর এই টুইটে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি লেখেন,”স্যর আপনাকে অনুরোধ করছি আপনি বিস্তারিত তথ্য দিন। যে দলেরই হোক না কেন আমরা যেন সকলকে তাড়াতাড়ি সুরক্ষিত বাড়ি পৌঁছতে পারি। এই ধরনের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিচ্ছি।”
ওই ঘটনার পর এ দিন তথাগতর (Tathagata Roy) দাবির সপক্ষে বিস্তারিত তথ্য চাইলেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)।