রাজ্য বিভাগে ফিরে যান

মুকুলের পর আর কাদের ‘ঘর ওয়াপসি’ হতে চলেছে?

June 11, 2021 | < 1 min read

সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছেড়ে ‘ঘর ওয়াপসি’ করলেন মুকুল রায়। সপুত্র তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগ দিলেন তাঁর পুরোনো দলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রথম সারির নেতাদের উপস্থিতিতে মুকুল (Mukul Roy) এবং শুভ্রাংশুর রায় (Subhranshu Roy) তৃণমূলে যোগ দিলেন।

এদিকে, মনে করা হচ্ছে আরও একঝাঁক তৃণমূলত্যাগী বিজেপি নেতা ফের তৃণমূলে ফিরতে পারেন। যাঁদের মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তরা। মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। সেই সময় মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর লুচি-আলুর দম খাওয়া নিয়ে জোর চর্চা চলেছিল। এবারের ভোটে জিততে পারেননি সব্যসাচী। মুকুলের পর তিনিও কি ফের তৃণমূলে ফিরবেন? এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

রাজীব বন্দ্যোপাধ্যায়কেও বেসুরো হতে দেখা গেছে কিছুদিন আগেই। ফেসবুক পোস্টে রাজীব দলের নীতি এবং অবস্থানের বিরোধীতা করছেন। তাই তিনি যে একপ্রকার তৃণমূলের দিকে পা বাড়িয়েই রয়েছেন তা বলা যেতেই পারে। সোনালী গুহ ইতিমধ্যেই দলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন। এছাড়াও বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসও তৃণমূলে ফিরতে পারেন। পাশাপাশি, ‘অভিমানী’ সুর শোনা গেছে দীপেন্দু বিশ্বাস, অমল আচার্য, বাচ্চু হাঁসদা, প্রবীর ঘোষাল, শীলভদ্র দত্তের কণ্ঠেও।

এই সব জল্পনাকে সত্যি ধরে নিলে প্রায় এক প্রকার ফাঁকাই হয়ে যাচ্ছে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Subhranshu Roy, #mukul roy

আরো দেখুন