ভ্যাকসিনেশন অন হুইলস – আট দিনে টিকা নিলেন প্রায় আড়াই হাজার
করোনাকালে টেস্টিংয়ে আগ্রহ দেখাননি বাজারের ব্যবসায়ীরা। কিন্তু টিকা নিতে বিপুল আগ্রহ শহরের বাজারে। যার জেরে জনপ্রিয় হয়েছে কলকাতা পুরসভা এবং পরিবহণ দপ্তরের যৌথ উদ্যোগ ‘ভ্যাকসিনেশন অন হুইলস’ (Vaccination on Wheels)। আগামী প্রায় দিন পনেরোর জন্য ‘বুকড’ টিকা দেওয়ার দু’টি বাস। তবে, পুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও দোকানদারদের ভ্যাকসিন নিতে আর্জি জানিয়েছেন পুরকর্তারা।
গত ৩ জুন পোস্তা বাজার থেকে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে একসঙ্গে একই সময়ে ১০ জন টিকা নিতে পারেন। ৫ জুন আরও একটি বাতানুকূল বাস চালু করা হয়। অর্থাৎ প্রতিদিন শহরের দু’টি করে বাজারে ভ্যাকসিন দেওয়া হবে। লক্ষ, দিনে ৪০০ জনকে টিকা প্রদান। পুরসভার হিসেব বলছে, মাত্র আট দিনে টিকা নিয়েছেন ২৩৮২ জন। পোস্তায় ৩১৪, লেক রোড মার্কেটে ৩৫৭, আশুবাবুর বাজারে ২৯০, ভোলানাথ বাজারে ১১০, কলেজ স্ট্রিট মার্কেট ৪১৬, বাঁশদ্রোণী কালীতলা বাজারে ১০০, এন্টালি মার্কেট ১৮৯, মানিকতলা বাজারে ১৯১, কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে ১৯১, শিবরামপুর বাজারে ৮৭, বকুলতলা মার্কেট ১৩৭ জন টিকা নিয়েছেন। এছাড়াও গড়িয়া বাজারে টিকা দেওয়া হয়েছে। বাজার বিভাগ জানাচ্ছে, বিভিন্ন বাজার সমিতিকে অন্তত ৩-৪ দিন আগে আবেদন করতে বলা হচ্ছে।
সেক্ষেত্রে যাঁরা টিকা নেবেন, তাঁদের বয়সভিত্তিক তালিকা (১৮+ এবং ৪৫+) আলাদাভাবে দিতে বলা হয়েছে। এক শীর্ষকর্তা বলেন, এই কর্মসূচি বেশ জনপ্রিয় হয়েছে। আগামী ১৫ দিনের জন্য বাস ইতিমধ্যেই ‘বুকড’। আরও আবেদন আসবে আশা করা যায়। কিন্তু এই কর্মসূচিতে শহরের সরকারি-বেসরকারি, ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০০ বাজারে টিকা দিতে গেলে দীর্ঘ সময় লাগবে। ইতিমধ্যেই সুপার স্প্রেডার গ্রুপে অনেক হকার-দোকানদার ভ্যাকসিন নিয়েছেন। সেভাবেই শহরের পুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও দোকানদারদের ভ্যাকসিন নিতে হবে। দু’দিক একসঙ্গে চললেই দ্রুত সব বাজার-ব্যবসায়ীদের টিকাকরণ সম্পূর্ণ হবে।এই মুহূর্তে