রাজ্য বিভাগে ফিরে যান

আবারও রত্নাকে আক্রমণ শোভন-বৈশাখীর

June 13, 2021 | 2 min read

এবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শোভন-বৈশাখীর। উদ্দাম জীবন করেন স্ত্রী রত্না, দাবি করলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়রের দাবি, ‘রত্না ব্যভিচারিণী’।

শনিবার রাতে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। যেখানে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে শোনা যায় শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এদিনের এই ভিডিয়োতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এদিন রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনতে থাকেন শোভন। তিনি বলেন, ‘রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী আচরণের জন্যই ডিভোর্সের পথে হাঁটা। আমি চার বছর আগে বিবাহ বিচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা একেবারেই সঠিক ছিল। আমি বাচ্চা নই। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য যুবকের সম্পর্কের কথা জানতে পেরেই আমি বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলাম।’

এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফেসবুকে রত্না চট্টোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, নিজের বাড়ির দোলনায় এক ব্যক্তির সঙ্গে বসে রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। এই ফ্রেমে দেখা গিয়েছে আরও অনেককেই। আর এই ছবি সামনে রেখেই স্ত্রী রত্নাকে তোপ দেগেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ধরনের কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারত না। হু আর দে (ওরা কারা)? আমার বাড়িতে এসব ঘটছে। এই ছবিগুলি বেহালা থেকেই আমার হাতে এসেছে। আমার বাড়ির পবিত্রতা নষ্ট হচ্ছে।’ রাত পোশাকে এক পুরুষের সঙ্গে দোলনায় রত্না চট্টোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শোভন-বৈশাখী।

বিজেপির সঙ্গে শোভন-বৈশাখীর দূরত্ব বাড়ার পরেই তাঁদের তৃণমূলে ফেরার জল্পনা তুঙ্গে উঠেছিল। এদিনের ভিডিয়োতে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি শঙ্কা প্রকাশ করেন, ‘কানন-মমতা’ সম্পর্ক নষ্টের নেপথ্যে রয়েছেন রত্না চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ভিডিয়োটিতে দাবি করেছেন, ‘রত্না চট্টোপাধ্যায়ের বিষয়ে যখন আমি সব কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম উনি আমাকে বাড়ি ছেড়ে থাকার পরামর্শ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য রয়েছে।’ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শোভন চট্টোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।

এদিকে ছেলে ঋষিকেও প্রভাবিত করার চেষ্টা করছেন রত্না চট্টোপাধ্যায়, দাবি করেন শোভন। তিনি রত্না চট্টোপাধ্যায়ের সুরা আসক্তির বিষয়েই মন্তব্য করেন। তাঁর বিবাহবিচ্ছেদের জন্য কোনওভাবেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় দায়ি নয়, এই দাবি করে শোভন বলেন, ‘রত্নার বৈশাখী ফোবিয়া রয়েছে।’

অন্যদিকে বৈশাখীর দাবি, তাঁকে ঢাল করে নিজের কুকীর্তি লোকাতে চাইছেন রত্না। ভুল বুঝিয়ে নিজে ‘শ্রীময়ী’ হয়ে তাঁকে বানাতে চাইছেন ‘জুন আন্টি’। তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে রত্না চট্টোপাধ্যায় উদ্দাম জীবনযাপনের অভিযোগ তোলেন। কিন্তু কোনওভাবেই রত্নার মতো তাঁর মদ্যপান বা সিগারেট হাতে নিয়ে কোনও ছবি আজ পর্যন্ত সামনে আসেনি। কারণ তিনি এই জীবনের সঙ্গে অভ্যস্ত নন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Baishakhi Banerjee, #Ratna Chatterjee, #Sovan Chatterjee

আরো দেখুন