দেশে প্রথমবার সেঞ্চুরি পার ডিজেলের, কোপ পড়তে চলেছে সাধারণ মানুষের ওপর
পেট্রোল আগেই সেঞ্চুরি পার করেছিল। এবার সেই দেখানো পথে হেঁটেই লিটারপিছু ১০০ টাকার গণ্ডি পার করল ডিজেল। উত্তর রাজস্থানের ভারত-পাক সীমান্তের কাছে অবস্থিত শ্রীগঙ্গানগরে এখন পেট্রোল এবং ডিজেল, উভয় জ্বালানি তেলের লিটারপিছু দামই ১০০ টাকার উপরে। শনিবার শ্রীগঙ্গানগরে ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা। এর জেরে সেখানে লিটারপিছু ডিজেলের দাম গিয়ে দাঁড়ায় ১০০.০৬ টাকায়। উল্লেখ্য, শ্রীগঙ্গানগরে লিটারপিছু পেট্রোলের দাম ১০৭.২৫ টাকা।
এদিকে রাজস্থানের সীমান্তবর্তী শহরগুলিতেও শীঘ্রই ডিজেলের (diesel prices) দাম ১০০ টাকার গণ্ডি পার করতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের। গত পাঁচ-ছয় সপ্তাহ যাবত দেশের জ্বালানি উত্পাদনকারী সংস্থাগুলি পাইকারি হার বাড়িয়ে চলায় তেলের দাম এভাবে ১০০-র গণ্ডি পার করেছে বা অধিকাংশ জায়গায় ১০০ ছুঁইছুঁই।
বর্তমানে দিল্লিতে লিটারপিছু পেট্রোলের (petrol price) দাম ৯৬.১২ টাকা। লিটারপিছু ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। মুম্বইতে লিটারপিছু পেট্রোলের দাম ১০২.৩৬ টাকা। লিটারপিছু ডিজেলের দাম ৮৬.৯৮ টাকা। দেশের মেট্রোপলিটন শহরগুলির মধ্যে একমাত্র মুম্বইতেই পেট্রোলের দাম ১০০-র গণ্ডি পার করেছে। তবে যেহারে তেলের দাম বাড়ছে, তাতে শীঘ্রই অন্য মেট্রোপলিটন শহরগুলিও মুম্বইকে যোগ দিতে পারে। আর এর জেরে ক্রমেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বাড়বে।
প্রসঙ্গত, বর্ধিত ভ্যাট-এ জেরে ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা এবং লাদাখের বিভিন্ন জায়গায় পেট্রোলের দাম ১০০-র গণ্ডি পার করেছে। পেট্রোলের উপর লিটার পিছু ২৩ টাকা ৮৭ পয়সা কর বসিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে ডিজেলের উপর লিটারপিছু কর বসেছে ২৮ টাকা ৩৭ পয়সা।