দেশ বিভাগে ফিরে যান

মুখ বন্ধের চেষ্টা? মূল স্রোতের টিভি ও প্রিন্ট মিডিয়া নয়া তথ্যপ্রযুক্তি আইনের বাইরে নয়

June 13, 2021 | < 1 min read

নয়া তথ্যপ্রযুক্তি আইন থেকে ছাড় পাবে না মূল স্রোতের টিভি ও প্রিন্ট মিডিয়াগুলি। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

নয়া তথ্যপ্রযুক্তি রুলস ২০২১-এর আওতা থেকে টিভি নিউজ চ্যানেল এবং তাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিল ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ)। কিন্তু মন্ত্রক সেই আবেদন খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, এটা করা হলে টিভি বা প্রিন্ট মিডিয়ার শাখা নেই এমন ডিজিটাল নিউজ পাবলিশার্সগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াগুলিকে নিয়ন্ত্রণ করতে কেন্দ্র নতুন নয়া তথ্যপ্রযুক্তি আইন (Information And Technology) নিয়ে এসেছে। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কোনওকিছু পোস্ট করা হলে তার দায় সংস্থার উপর আসত না।

২০২০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ নম্বর ধারা অনুযায়ী তাদের সুরক্ষা দেওয়া হতো। নয়া আইন অনুযায়ী, সংবেদনশীল পোস্টের দায় সোশ্যাল মিডিয়াগুলির (Social Media) উপর বর্তাবে। ফলে তথ্যপ্রযুক্তি এবং দেশের অন্যান্য আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #Information And Technology

আরো দেখুন