পাউডার মাখাতেই ভ্যাকসিনের ‘চুম্বক জাদু’ উধাও
রাজ্যজুড়ে ভ্যাকসিনের ‘চুম্বক জাদু’র এবার পর্দা ফাঁস হল। করোনা ভ্যাকসিন (covid vaccine) নেওয়ার পর মানবদেহ চুম্বকীয় শক্তিতে পরিণত হচ্ছে। যে কোনও লৌহজাত বস্তুকে শরীরে ছোঁয়ালেই চুম্বকের মতো আকর্ষণ করছে বলে রাজ্যজুড়ে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অবশেষে সেই নাটকীয় গল্পের রহস্য ভেদ হল কাটোয়া শহরে। এক ব্যক্তির শরীরে কিছুটা পাউডার দিতেই দেখা গেল কোনও জিনিসই আর শরীরে আটকাচ্ছে না।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাটোয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক জয়ন্ত সরকার বলেন, এখন বর্ষাকাল। তাই এই সময়ে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। মানুষের শরীরেও এই সময় ঘাম থাকায় দেহে স্পর্শ করা বস্তুর থেকে বাতাস বেরিয়ে গিয়ে ওই বস্তু চিপকে যায়। এর সঙ্গে ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই। এটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কাটোয়ার কলেজ পাড়ার বাসিন্দা সমীর কুমার চক্রবর্তী চলতি মাসের ১ তারিখ ভ্যাকসিন নেন। তারপর থেকেই তিনি দেখেন, তাঁর শরীরে লৌহজাত বস্তু চুম্বকের মতো আকর্ষণ করছে। এমন দৃশ্য দেখে তাঁর পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরাও আঁতকে ওঠেন। অনেকে তাঁর বাড়িতে এমন দৃশ্য দেখতে যাচ্ছিলেন।
এদিন তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, শরীরে লোহার দ্রব্য সহ পয়সা, হাতা, খুন্তি, চামচ, মোবাইল আটকে যাচ্ছে। এরপর তাঁর শরীরে সামান্য পাউডার ঘষে দিতেই দেখা যায় চুম্বকীয় শক্তি থাকছে না। তখন তাঁর শরীরে আর কোনও লৌহবস্তু আকর্ষিত হচ্ছে না।
সমীরবাবু বলেন, আমি স্যোশাল মিডিয়ায় দেখেই নিজের শরীরে উপরেও পরীক্ষা করি। তখন দেখি আমার শরীরেও একইরকম চুম্বকীয় বিষয় ঘটছে। এসব দেখে আমার ভয়ও লাগছিল। ভেবেছিলাম ভ্যাকসিন নেওয়ার পরই এমনটা ঘটছে। তাঁর স্ত্রী জয়ন্তী চক্রবর্তী বলেন, প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর পাউডার দিতেই আর এসব হচ্ছে না দেখে স্বস্তি পেলাম। এ ব্যাপারে কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শুভজিৎ দে বলেন, এসবের সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক নেই।