← রাজ্য বিভাগে ফিরে যান
মাহেশ ও ইসকনেও জনসমাগমহীন রথযাত্রা
করোনা ভাইরাস (Covid 19) সংক্রমণ নিয়ে সঙ্কটের পরিস্থিতিতে এবারও মাহেশ ও ইসকনের রথযাত্রায় জনসমাগম বন্ধ করে দেওয়া হল। যদিও বিধিসম্মতভাবে রথযাত্রা হবে। ২০২০ সালেও করোনা সংক্রমণ ঠেকাতে রথযাত্রাকে কেন্দ্র করে জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারও করোনা সংক্রমণের ভয় থাকায় একই পথে হাঁটছে মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্যোক্তা ট্রাস্টি বোর্ড ও ইসকন কর্তৃপক্ষ। মাহেশ ট্রাস্টি বোর্ড সূত্রে জানা গিয়েছে, রথযাত্রাকে কেন্দ্র করে যাবতীয় আচার-নিয়ম খুব সংক্ষেপে পালন করা হবে। সেখানেও করোনাবিধি মেনে হাতে গোনা সেবাইত অংশগ্রহণ করবেন। ইসকনের (ISKCON) পক্ষ থেকেও রাধারমণ দাস জানিয়েছেন, গত বছরের মতো এ বছরও দক্ষিণ কলকাতার অ্যালবার্ট রোড মন্দিরে আচার-অনুষ্ঠান পালিত হবে।