রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যপালকে দিল্লি থেকে ফিরে না আসার অনুরোধ তৃণমূলের

June 16, 2021 | 2 min read

সম্প্রতি চার দিনের সফরে রাজ্যপাল জগদীপ ধনখড় দিল্লি গেছেন। শাসক দল তৃণমূল তাঁর বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে এবং বলেছে রাজ্যপাল যেন দিল্লিতেই থেকে যান আর ফিরে না আসেন।

অপরদিকে বিজেপি অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সাংবিধানিক পদকে সম্মান করে না।

রাজ্যপালের, রাজ্য সরকারের সাথে সম্পর্ক যে খুব মধুর না একথা প্রায় সকলেরই জানা। রাজ্যপাল মঙ্গলবার দিল্লি গেছেন। যদিও দিল্লি যাওয়ার কারণ সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

ট্যুইট করে জানিয়েছেন যে তিনি আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে দেখা করেছেন।

তৃণমূলের বরিষ্ঠ নেতা সৌগত রায় রাজ্যপালের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ এনেছেন।

তিনি বলেন, ‘আমরা এইরকম রাজ্যপাল দেখিনি, যার সংবিধান এবং তার নিয়মের প্রতি কোনরকম শ্রদ্ধা নেই। তিনি সংবিধানের সব নিয়ম ভঙ্গ করছেন। সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রীসভার নিয়ম মতো চলতে হবে। কিন্তু উনি কিছুই মেনে চলেন না।’

সৌগত রায় অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন গেছেন রাজ্যপাল দিল্লিতে?

তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র টুইট করে লেখেন, ‘অঙ্কলজি শুনছি জুন ১৫ তে দিল্লি যাচ্ছেন। আমাদের ওপর দয়া করুন গভর্নর সাহেব, আর ফিরবেন না।’

রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের কাছে আবেদন করার একদিন পর তিনি দিল্লিতে যান।

দিল্লি যাওয়ার কয়েক ঘন্টা আগে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট পরবর্তী হিংসার বিষয়ে কেন তিনি চুপ সেকথা জানতে চেয়ে চিঠি লেখেন। টুইটারে সেই চিঠি তিনি পোস্টও করেন। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি কেন সামাজিক মাধ্যমে এলো সে বিষয়ে রাজ্যপালের সমালোচনা করে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।

বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু তৃণমূলের বিরুদ্ধে রাজ্যপালকে শ্রদ্ধা না করার অভিযোগ আনেন। দাবি করেন, রাজ্যপাল অসাংবিধানিক কিছুই করেন নি। তৃণমূল সরকারই অসাংবিধানিক কাজ কর্ম করছে। তাদের চেয়ারের সম্মান করা শেখা উচিৎ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Jagdeep Dhankhar, #tmc

আরো দেখুন