নিয়ন্ত্রণ করতে পারছে না তাই বুলডোজ করতে চাইছে, ট্যুইটার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
সম্প্রতি নয়া তথ্যপ্রযুক্তি নিয়ম মেনে চলার ব্যাপারে ট্যুইটার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ধারাবাহিক সংঘাত দেখা গিয়েছে। এই নির্দেশিকা মেনে চলার ব্যাপারে দ্বিধাগ্রস্ততা ও বিলম্বের জন্য কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি এই মাইক্রো ব্লগিং সাইটের তৃতীয় পক্ষের মর্যাদা বাতিল করেছে। সেইসঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে ট্যুইটার (Twitter) যে আইনি রক্ষাকবচ পেত, তাও খারিজ হয়ে গিয়েছে।
এই বিষয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি দুর্ভাগ্যজনক। ওরা ট্যুইটারকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই বুলডোজ করতে চাইছে। আমাকে নিয়ন্ত্রণ করতে পারেনি তাই আমার পার্টিকে বুলডোজ করতে চেয়েছে। যেসব সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মেরে ফেলে। সবকিছুর একটা শেষ আছে। এটাও শেষ হবে।’
উল্লেখ্য, আইনি রক্ষাকবচ বাতিল হতেই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গাজিয়াবাদ ও দিল্লি পুলিশ ট্যুইটার আধিকারিকদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে।