কলকাতা বিভাগে ফিরে যান

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! দ্রুত জল নামার আশ্বাস পুরসভার

June 17, 2021 | < 1 min read

গভীর নিম্নচাপের জের। আবহাওয়া দফতর আগেই ঘোষণা করেছিল, ভারী বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গে। আর সেই মতই গতকাল রাত থেকে আজ এখনও অবধি টানা বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ (kolkata) দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার ওপর সকাল সাতটা পর্যন্ত গঙ্গায় জোয়ার ছিল।এই দুইয়ের সাঁড়াশি চাপে ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক স্ট্রিট, এজেসি স্ট্রিট, থিয়েটার রোড-সহ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে। জলে ভাসছে দক্ষিণও। বেহালা, সার্দান অ্যাভিনিউয়ের মতো জায়গায় কোমর অবধি জল। কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে, জল নামতে বেশ কিছুটা সময় লাগবে।

বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার রাত ১০ টা থেকে বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার হয়েছে। মোমিনপুরে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। বেহালায় ১৬৩ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে সকাল সাতটা পর্যন্ত জোয়ার থাকায় মহানগরীর লকগেট বন্ধ ছিল। তার জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে।

কিন্তু কখন নামবে জল? কলকাতা পুরনিগমের তরফে সকালেই জানানো হয়েছে, জল নামতে কিছুটা সময় লাগবে। সকাল সাতটার পর লকগেট খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার পাম্পিং স্টেশন দিয়ে জল নামানোর কাজ চলছে। দুপুর একটা পর্যন্ত লকগেট খোলা থাকবে। ফলে বেশিক্ষণ জলযন্ত্রণায় আর ভুগতে হবে না। দুপুর একটার পর অবশ্য ভারী বৃষ্টি হলে সেই জল দাঁড়িয়ে যাবে। পুর প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং আশ্বাস দিয়েছেন, বাম আমলের মতো কলকাতায় সারাক্ষণ জল জমে থাকবে না। জল তাড়াতাড়ি নেমে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Rain, #Monsoon 2021

আরো দেখুন