রাজ্য বিভাগে ফিরে যান

নতুন রূপে ‘কৃষক বন্ধু’ – আজ উদ্বোধন মমতার হাত ধরে

June 17, 2021 | < 1 min read

কৃষকদের (Farmers) পাশে দাঁড়ানোর প্রশ্নে নরেন্দ্র মোদিকে টেক্কা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃষকবন্ধু প্রকল্পে (Krishak Bandhu Prokolpo) কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে এই প্রস্তাব। আজ, বৃহস্পতিবার বেলা তিনটেয় নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ৬১ লক্ষের বেশি কৃষক এই প্রকল্পে উপকৃত। প্রথমে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, বছরে দুইবারে মোট পাঁচ হাজার টাকা দেবেন কৃষকদের। সেই মতো প্রকল্প চালু হয়। বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে সেই টাকা বাড়িয়ে তিনি ছ’হাজার করার প্রস্তাব নেন। এবার তা বৃদ্ধি করে ১০ হাজার টাকা করলেন। এক একরের বেশি যাঁদের জমি, তাঁরা ১০ হাজার টাকা পাবেন। আর এক একরের কম যাঁদের জমি, তাঁরা দু’হাজার টাকার জায়গায় চার হাজার টাকা করে পাবেন। তবে বছরে দুই কিস্তিতে ওই টাকা পাবেন। সেই সঙ্গে কোনও কৃষকের মৃত্যুর পরে তাঁর পরিবারকে ডেথ বেনিফিট স্কিমে দু’লক্ষ টাকা করে দেওয়া হয়।

আজ নবান্ন (Nabanna) থেকে প্রত্যেক জেলার কয়েক হাজার কৃষক পরিবারকে ওই স্কিমে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে সব জেলাশাসক, পুলিস সুপার, বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বুধবার হওয়ার কথা ছিল। এদিন জামাই ষষ্ঠীর ছুটি থাকায় তা আজ, বৃহস্পতিবার হবে। সেই সঙ্গে যশ পরবর্তী পুনর্গঠনের কাজ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Krishak Bandhu Scheme

আরো দেখুন