রাজ্য বিভাগে ফিরে যান

প্রতিশ্রুতি পূরণ মমতার, নবরূপে চালু হল কৃষকবন্ধু প্রকল্প

June 17, 2021 | < 1 min read

কৃষকদের জন্য নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃষকবন্ধু (Krishak Bandhu) প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হল। কৃষকরা ১০ হাজার টাকা করে পাবেন। ন্যূনতম ৪ হাজার টাকা পাবেন, একথা ঘোষণা করলেন মমতা। আগে কৃষক বন্ধু প্রকল্পে ৫ হাজার টাকা দেওয়া হত। ক্ষেতমজুর, বর্গাদাররাও ৪ হাজার টাকা করে পাবেন।

কৃষকদের উদ্দেশে মমতা আরও বলেন, ‘সবরকমভাবে আমরা কৃষকদের পাশে রয়েছে। দেশে গত ৬ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। বাংলা তার ব্যতিক্রম। আরও ২০ লাখ কৃষক কিষান ক্রেডিট কার্ড পাবেন। ৭০ লাখ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ৫০ হাজার একক পতিত জমি চাষযোগ্য করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে মোট ৬২ লাখ কৃষক। কৃষকদের মৃত্যুতে ২ লাখ টাকা দেওয়া হবে। ‘।

আজ এই প্রকল্পের উদ্বোধন নিয়ে ট্যুইটও করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন ভোটের আগের ১০ অঙ্গীকার পূরণ করার জন্য দিনরাত কাজ করে চলেছে সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Krishak Bandhu

আরো দেখুন