কলকাতা বিভাগে ফিরে যান

কেন্দ্রের আচরণ বিমাতৃসুলভ, টিকা নিয়ে মোদী সরকারের সমালোচনায় ফিরহাদ

June 17, 2021 | < 1 min read

টিকা নিয়ে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। এ রাজ্যকে প্রয়োজন অনুসারে টিকা (Covid-19 Vaccination) দেওয়া হচ্ছে না। সেই তুলনায় অন্য রাজ্যকে বেশি টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের টিকানীতিকে কাঠগড়ায় তুলে এ ভাবেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার (Kolkata Corporation) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘বাংলায় টিকা কম আসছে। দরকার অনুযায়ী পর্যাপ্ত ভাবে পাওয়া যাচ্ছে না। দুর্ভাগ্যবশত যেখানে টিকা নষ্ট হচ্ছে সেখানে জোগান বেশি হচ্ছে।’’

টিকার বৈষম্য নিয়ে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতের দিকে আঙুল তোলেন ফিরহাদ। তাঁর কথায়, ‘‘একটি শিশিতে আমরা ১১ জনকে টিকা দিয়েছি। উত্তরপ্রদেশে তা ৭ জনকে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা টিকা নষ্ট করছে। আবার গুজরাতে জনসংখ্যার তুলনায় শতকরা বেশি সংখ্যক টিকা দেওয়া হয়েছে। কিন্তু চাহিদা থাকলেও বাংলাকে টিকা দেওয়া হচ্ছে না। কেন্দ্রের এই ধরণের বিমাতৃসুলভ আচরণ বন্ধ করা উচিত। বাংলার নাগরিকও ভারতের নাগরিক। মোদী সরকারের টিকানীতি ঠিক করা দরকার।’’

এখনও পর্যন্ত কলকাতায় ২০ লক্ষেরও বেশি মানুষের টিকাকরণ হয়েছে বলে দাবি করেন কলকাতার প্রাক্তন মেয়র। ৪০ লক্ষ মানুষকে টিকা দিলেই কলকাতা নিরাপদ হবে বলে জানান তিনি। সেই লক্ষ্যে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে টিকার জোগান বাড়ানো হবে। ফিরহাদ জানান, অনেক মানুষ আছেন যাঁরা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকা নিতে আসতে চান না। কিন্তু আমরা চাই তাঁরাও টিকা নিন। তাই আমরা বেসরকারি হাসপাতালগুলিকে টিকার জোগান দেব। তাঁরা অর্থের বিনিময়ে শহরবাসীকে টিকা দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vaccination, #Kolkata, #firhad hakim, #kolkata corporation, #COVID 19 Vaccination

আরো দেখুন