দেশ বিভাগে ফিরে যান

দু’বছরে গ্রহণযোগ্যতা কমেছে মোদীর, বলছে সমীক্ষা

June 18, 2021 | < 1 min read


প্রাপ্তবয়স্কদের মধ্যে বিশ্বের অন্য রাষ্ট্রনেতার চেয়ে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এগিয়ে থাকলেও তাঁর গ্রহণযোগ্যতা কমছে, এমনটাই জানাল এক সমীক্ষা (Survey)। গত দু’বছরে মোদীর গ্রহণযোগ্যতা সূচক অনেকটাই পড়েছে বলে দাবি করল আমেরিকার সংস্থা ‘মর্নিংরকনসাল্ট’। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে ওই সংস্থা জানাচ্ছে, চলতি বছরে জুন মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক ৬৬ শতাংশ। গত ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার পর মোদীর গ্রহণযোগ্যতা সূচক ছুঁয়েছিল ৮২ শতাংশ।

ওই সমীক্ষায় মোদীর ঠিক নীচেই রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi)। প্রাপ্তবয়স্কদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। তাঁর পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর ( Andrés Manuel López Obrador) (৬৩ শতাংশ), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Scott Morrison) (৫৪ শতাংশ), জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (Angela Merkel) (৫৩ শতাংশ)। ছ’নম্বর স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন (Joe Biden) এবং আট নম্বরে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)।

ভারতে ২,১২৬ জনের উপর সমীক্ষা চালিয়েছে ওই সংস্থা। তাতে দেখা গিয়েছে, ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মোদীকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চান। অন্য দিকে, তাঁর বিরোধিতা করেছেন ২৮ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #survey

আরো দেখুন