টলিপাড়ায় শুটিং জট অবশেষে কাটল
টলিউডের (Tollywood) শ্যুটিংয়ের (Shooting) জট কাটাতে শেষ পর্যন্ত মাঠে নামতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তিনি উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas), বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) নিয়ে তিনজনের প্রতিনিধি দল তৈরি করেন। বিজয়গর এলাকায় অরূপ বিশ্বাসের অফিসেই প্রায় ৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে শেষ পর্যন্ত জট কাটল। আজ, শুক্রবার থেকে পুরোদমে শ্যুটিং শুরু হবে। বৈঠক থেকে এমনটাই জানিয়েছেন অরূপ বিশ্বাস। আর্টিস্ট ফোরাম, প্রযোজক গিল্ড, চ্যানেল কর্তৃপক্ষ এবং সাপ্লায়ারদের সঙ্গে বৈঠকের পর কলাকুশলীদের সংগঠনের সঙ্গেও তাঁরা বৈঠক করেন। তারপরেই সমাধান সূত্র বের হয়।
আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বললেন, ‘শুক্রবার থেকে নর্মাল শ্যুটিং হবে। ওঁরা সকলের বক্তব্য শুনেছেন। আমাদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশনের সঙ্গেও কথা বলেছেন। যা সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আগামী ২৪ তারিখ আবার মিটিং হবে।’ প্রতিনিধি দলের অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় বলছিলেন, ‘চার ঘণ্টার বৈঠকের পর আমি খুবই ক্লান্ত। অবশেষে জট কেটেছে। এটাই বড় কথা।’ বৈঠক থেকে বেরিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এই বিষয়ে কিছু বলতে চাননি। অরূপ বিশ্বাসের কথায়, ‹পরিবারের মধ্যে সমস্যা হয়েই থাকে। এখন সব মিটে গিয়েছে।’