রাজ্য বিভাগে ফিরে যান

মুকুলের টুইটার প্রোফাইল মমতাময়, প্রশংসা কৃষকবন্ধু প্রকল্পের

June 18, 2021 | 2 min read

বিজেপি ছেড়ে মুকুল রায় ফিরে এসেছেন পুরনো দল তৃণমূলে। আর পুরনো দলে ফিরেই দলনেত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করে টুইট বার্তা দিলেন মুকুল রায়। বিজেপিতে থাকার সময় বিজেপির বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যে টুইট করতেন মুকুল রায়। খুব একটা সক্রিয় ছিলেন না টুইটারে। এবার তৃণমূলে যোগ দিয়ে প্রথম টুইট করলেন। আর সেই টুইটে রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ভূমিকা নিয়ে প্রশংসা করলেন মুকুল রায়। একুশের বিধানসভা ভোটের প্রচারে মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরেই কৃষকবন্ধু (Krishakbandhu Scheme) প্রকল্পে বার্ষিক ভাতা ১০ হাজার টাকা দেওয়া হবে। আগে এই প্রকল্পে কৃষকরা ৫ হাজার টাকা করে পেত। সেই ভাতা বাড়িয়ে দেওয়ার আশ্বাস মিলেছিল ভোট প্রচারেই। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা ব্যানার্জি। এবার থেকে কৃষকবন্ধু প্রকল্পে কৃষকরা ১০ হাজার টাকা করে বার্ষিক ভাতা পাবেন। এ প্রসঙ্গে টুইটে মুকুল রায় (Mukul Roy) লেখেন, ‘‌মমতা ব্যানার্জি নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলা। মমতা ব্যানার্জির ভাবনা থেকেই পশ্চিমবঙ্গ সরকার নতুন করে কৃষকবন্ধু প্রকল্পকে সামনে নিয়ে এল। কৃষকদের পাশে থাকতে বার্ষিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পে। কৃষকদের কল্যাণে পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণা প্রকৃতার্থেই ছকভাঙা।’‌ 

রাজনৈতিক মহলের মতে, ২০২৪ লোকসভা নির্বাচকে মাথায় রেখেই তৃণমূল সোশ্যাল মিডিয়ায় জোর দিচ্ছে। যুব তৃণমূলের নামেও আলাদা টুইটার অ্যাকাউন্ট খোলার বিষয়ে কথা চলছে। ভিন রাজ্যেও সংগঠন বাড়াতে তৎপর তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের তরফে মুকুল রায় ত্রিপুরাতে বিজেপিকে ভাঙার কাজ শুরু করে দিয়েছেন। ত্রিপুরা, অসম, মণিপুর সহ একাধিক রাজ্যে তৃণমূল সংগঠন তৈরিতে ব্যস্ত। ওই রাজ্যগুলির নামে আলাদা আলাদা টুইটার অ্যাকাউন্ট খোলার ভাবনাও রয়েছে তৃণমূলের। মুকুল রায়ের মত নেতাকেও এবার থেকে তৃণমূলের জনকল্যাণ মূলক প্রকল্পগুলির প্রচার করতে দেখা যাবে সোশ্যাল মিডিয়ায়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #mukul roy, #Krishak Bandhu Scheme

আরো দেখুন