← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
নির্বাচন পরবর্তী হিংসা ছড়ানোর অভিযোগ, বর্ধমানে গ্রেফতার বিজেপির নেতা
একুশের নির্বাচনে খোকনের তাণ্ডব দেখেছিল বর্ধমানের মানুষজন। বিজেপি নেতা খোকন সেনের (Khokhon Sen) তান্ডবের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বর্ধমান (Burdwan)। চলেছিল কড়া পুলিশের নজরদারি। আবার নির্বাচন পরবর্তী সন্ত্রাস ও হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপির বর্ধমান টাউন কো–কনভেনর খোকন সেন ওরফে বিশ্বজিৎ সেনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।
জেলা পুলিশ সূত্রে খবর, খোকন সেনের বিরুদ্ধে নির্বাচনের আগে থেকেই হিংসা ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ ছিল। একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয় ওঠে পূর্ব বর্ধমান। এই সংঘর্ষের নেপথ্যে খোকন সেন ছিল বলে দাবি পুলিশের।
শুক্রবার এই অভিযোগের ভিত্তিতে খোকনকে গ্রেফতার করা হয়।