খেলা বিভাগে ফিরে যান

কোপায় উরুগুয়েকে হারাল মেসির আর্জেন্টিনা

June 19, 2021 | < 1 min read

লিয়োনেল মেসির ক্রস এবং সেখান থেকে গুইডো রডরিগেজের গোল। সেই ১ গোলের সুবাদেই এ বারের কোপা আমেরিকার মঞ্চে প্রথম জয় তুলে নিল আর্জেন্টিনা।

শনিবার ভোরে লড়াই ছিল লুইস সুয়ারেজ বনাম লিয়োনেল মেসির (Lionel Messi)। ২ জনের কেউই স্কোরকার্ডে নাম তুলতে পারেননি। কোপা আমেরিকায় গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina) এবং উরুগুয়ে। খেলা শেষে জয়ের হাসি লিয়োনেল মেসিদের মুখেই। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তাঁরাই। বার্সেলোনায় খেলা এক সময়ের ২ সতীর্থ মুখোমুখি হয়েছিলেন শনিবার। চেনেন একে অপরকে। দলকে যেন সেই ভাবেই শিখিয়ে রেখেছিলেন। গোল করতে পারলেন না কেউই। ব্যর্থ হলেন এডিনসন কাভানিও। আন্তর্জাতিক মঞ্চে প্রথম বার গোল করলেন রিয়াল বেটিসে খেলা রডরিগেজ। ১৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিলেন তিনি।

মেসিদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে সেই খেলা। প্রথম ম্যাচে আটকে গেলেও দ্বিতীয় ম্যাচে জয়ের রাস্তায় মেসিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lionel Messi, #Argentina, #Copa America 2021, #Uruguay

আরো দেখুন