চেয়ার বাঁচাতেই দিল্লির দুয়ারে দুয়ারে ঘুরছেন ধনখড়? জল্পনা শুরু
বাংলার রাজ্যপাল পদে কি বদল আসন্ন? ইঙ্গিত প্রবল। সূত্র বলছে, চেয়ার বাঁচাতে এখন দিল্লির দুয়ারে দুয়ারে ঘুরছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁর কলকাতা ফেরা ক্রমশই পিছিয়ে যাচ্ছে। আজ শনিবারও ফিরছেন না। সংশ্লিষ্ট সকলের সঙ্গে দেখা করছেন। যদিও রাজ্যপাল শিবির এই জল্পনার সত্যতা স্বীকার করেনি।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারই ফেরার কথা ছিল ধনখড়ের। কিন্তু হঠাৎ সেই কর্মসূচিতে পরিবর্তন হয়। সূত্র মারফৎ জানা যায়, অমিত শাহের সঙ্গে ফের দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ সঙ্কেত দিলেও রাজ্যপাল কখন দেখা করবেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি। শনিবার সকালে রাজ্যপালের তরফে টুইট করা হয়। সেখানে বলা হয়, সকাল ১১টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন ধনখড়।
রাজভবনের রাজ্যপাল হয়ে বসার সুবিধা নিয়ে অনৈতিকভাবে নিজের পরিবারের লোকজনদের ওএসডি পদে নিয়োগ করার যে অভিযোগ বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে উঠেছে, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়ে এবারে বাংলার রাজ্যপাল পদ থেকে তাকে সরিয়ে দিতে চলেছে পারে কেন্দ্রের বিজেপি সরকার।