কলকাতা বিভাগে ফিরে যান

রবিবার পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টি চলবে রাজ্য জুড়ে

June 19, 2021 | < 1 min read

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশ-বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত। জোড়া কারণে শনিবার ও রবিবার আকাশ মেঘলা থাকবে। সারাদিনই প্রায় হালকা থেকে মাঝারি, আবারও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির হাত থেকে রাজ্যবাসীর এখনই রেহাই নেই। রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

টানা বৃষ্টির কারণে বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। ফলে রাজ্যের কয়েকটি জেলা জলমগ্ন হতে পারে। কলকাতায় (Kolkata) এখনও কয়েকটি জায়গায় জল জমে আছে। ফের টানা বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#heavy rainfall, #Weather Update, #Kolkata

আরো দেখুন