বেছে বেছে বিজেপি কর্মীদের ত্রাণ, আসানসোলে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল
আসানসোলের জে কে নগরে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ত্রিপল দেওয়ার দাবি তুলে ওই বিক্ষোভের নেতৃত্ব দেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া।
তৃণমূল কর্মীদের অভিযোগ, বেছে বেছে বিজেপি কর্মী-সমর্থকদের ত্রিপল দান করছেন অগ্নিমিত্রা। এদিন জে কে নগরে অগ্নিমিত্রার(Agnimitra Paul) গাড়ি আসতেই তা ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা। আসানসোল(Asansol) দক্ষিণের বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নুনিয়া।
বিনোদ নুনিয়া বলেন, বিধায়ককে আমরা অনেকদিন থেকেই ত্রিপল দিতে অনুরোধ করেছি। ওকে ৩০০ মানুষের তালিকা দিয়েছি। কিন্তু উনি নিজে গাড়ি করে ত্রিপল নিয়ে এসেছেন। বিজেপি কর্মী-সমর্থদের বাড়ি বাড়ি গিয়ে সেসব বিতরণ করছেন। তৃণমূল কংগ্রেসের গরিব সমর্থকরা ত্রিপল পাচ্ছেন না। তাই আজ ফের ওঁকে ত্রিপল দেওয়া অনুরোধ করলাম।