রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা সংক্রমণ ২৫০০ এর নিচে

June 20, 2021 | < 1 min read

করোনার (COVID19) দৈনিক আক্রান্তের সংখ্যা কমে হল ২৪৮৬। এই সময়ে মারা গিয়েছেন ৫৫ জন। পজিটিভিটি হার ৫-এর নীচে নেমে গিয়েছে। কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমে হয়েছে যথাক্রমে ৯  এবং ১০।  শনিবারের কোভিড বুলেটিন থেকে এইসব তথ্য জানা গিয়েছে।  এদিকে শহরের একটি বেসরকারি হাসপাতাল স্পুটনিক ভি  টিকা (Sputnik v Vaccine) দেওয়া শুরু করে দিল। এদিন ১২ জন ওই হাসপাতাল থেকে এই টিকা নেন।

প্রতি ডোজের দাম করা হয়েছে ১১৪৫ টাকা। প্রথমে রাজ্যে এই টিকা সরকারিভাবে আসার কথা থাকলেও পরে চূড়ান্ত কোনও কথাবার্তা হয়নি। স্পুটনিক এর দু’টি ডোজের মধ্যে ব্যবধান ২১ দিনের। রোগ প্রতিরোধ করার ক্ষমতা ৯০ শতাংশের বেশি। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে টানা বৃষ্টির জেরে কলকাতা মেডিকেল কলেজ(Kolkata Medical College), ন্যাশনাল মেডিকেল কলেজ (National Medical College),  দক্ষিণ কলকাতার (South Kolkata) বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল চত্বর ও আউটডোরে জল  ঢুকে যায়। পরিষেবা ব্যাহত হয়। সাধারণ মানুষও অসুবিধার মধ্যে পড়েন। বৃষ্টির মধ্যে এনআরএস মেডিকেল কলেজ থেকে এক রোগীকে স্টুডেন্ট হেলথ হোম স্থিত এনআরএস-এরই চেস্ট মেডিসিন বিভাগে  নিয়ে যাওয়ার সময় ট্রলিতে প্রধান সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।  ঘটনাটি খতিয়ে দেখতে এনআরএস একটি তদন্ত কমিটি তৈরি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#COVID Second Wave, #Bengal, #covid-19

আরো দেখুন