উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবার গোর্খাল্যান্ডের উস্কানি দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন দার্জিলিঙের সাংসদ

June 20, 2021 | < 1 min read

উত্তরবঙ্গকে (North Bengali) আলাদা রাজ্য করার দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা (John Barla)। এনিয়ে গোটা রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল পড়তে শুরু করেছে। এসবের মধ্যেই এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তের (Raju Bista) গলায় গোর্খাল্যান্ডের (Gorkha Land) প্রসঙ্গ। এব্যাপারে সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন,’ গোর্খাল্যান্ডের বিষয় যেখানে, ২০১৯য়ের ভোটে, ২১শের ভোটে বিজেপি সঙ্কল্পপত্রে লিখে দিয়েছে, দার্জিলিং পাহাড়, তরাই ডুয়ার্সের স্থায়ী রাজনৈতিক সমাধান। এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমাধান আমরা করব। এটা একেবারে ছাপার অক্ষরে লিখে বিজেপি দিয়েছে। আমাদের এলাকার লোকজনের, বিজেপির নেতাদের উপর, সরকারের উপর মোদীজির উপর, স্বরাষ্ট্রমন্ত্রীর উপর পুরো বিশ্বাস আছে।’

অন্য়দিকে জন বারলার বক্তব্যের রেশ টেনে দার্জিলিংয়ের সাংসদের দাবি, ‘জন বারলা আমার বন্ধু। দায়িত্ববান নেতা। তিনি যা বলেছেন তার উত্তর তিনি দেবেন। আমি এটুকু বলতে পারি উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। দীর্ঘ ৪৫ বছর ধরে উত্তরবঙ্গে শুধু লুঠপাট করা হয়েছে। এখানকার চা বাগান আজ বন্ধ হয়েছে। সিঙ্কোনা বাগান বন্ধ রয়েছে। এখানে কোনও পরিকাঠামো নেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অবস্থা আমরা জানি। অথচ মুখ্যমন্ত্রীর হাতেই স্বাস্থ্য দফতর রয়েছে। এখানে শিক্ষার উপযুক্ত ব্যবস্থা নেই। কাজের খোঁজে মানুষকে ভিনরাজ্যে যেতে হচ্ছে। চারটি আন্তর্জাতিক সীমানা থাকলেও বাণিজ্যের কোনও প্রসার ঘটছে না। এই ধরণের কথা তখনই ওঠে যখন আপনি কাউকে দাবিয়ে রাখতে চান। গণতন্ত্রে এটা ঠিক নয়। তবে গণতান্ত্রিক দেশে সকলেরই কথা বলার অধিকার আছে। মুখ্যমন্ত্রী বলছেন এটা উচিৎ নয়। কিন্তু বিজেপি নেতার কথায় আমি কোনও ভুল দেখছি না। নর্থ বেঙ্গলকে আলাদা রাজ্য করা হবে কি হবে না এটা বলার জায়গা প্রেস কনফারেন্স নয়।  উপযুক্ত জায়গা পেলে উত্তরবঙ্গের অধিকার নিয়ে আমি আওয়াজ তুলবই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#NorthBengal, #Gorkhaland, #Raju Bista

আরো দেখুন