উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

জন বারলার বাংলা ভাগের প্রস্তাব নিয়ে মন্তব্য এড়ালেন নিশীথ

June 20, 2021 | < 1 min read

উত্তরবঙ্গের (North Bengal) মানুষের নিরাপত্তার জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা (John Barla)৷ কিন্তু দলের অনেকেই তাঁর এই দাবিকে সমর্থন করছে না ৷ শনিবার কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) মন্তব্যের পর সেই বিষয়টি আরও স্পষ্ট হল ৷

এদিন কোচবিহারের একটি বেসরকারি হোটেলে বিজেপির একটি বৈঠক হয় ৷ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিধায়ক ও সাংসদরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সেখানে বৈঠেকর পর নিশীথকে জন বারলার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘বাংলা ভাগ নিয়ে জন বারলা যা বলেছেন, সেবিষয়ে আমি কোনও কথা বলব না ।’’

এই কথা যখন নিশীথ বলছেন, তখন তাঁর পাশেই বসেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ৷ তিনি অবশ্য এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ৷ উল্লেখ্য, সাংসদ জন বারলা কয়েকদিন আগে পৃথক উত্তরবঙ্গের জন্য রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানান । এই দাবি ঘিরে বিতর্কের সূত্রপাত হয় । বিরোধীরা এই নিয়ে সমালোচনা শুরু করে ৷ আসরে নেমে পড়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও অভিযোগ করা হয় ৷

বাংলা ভাগ নিয়ে জন বারলার মন্তব্যে এমনিতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব । তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক ৷ এদিনের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Nisith Pramanik

আরো দেখুন