বিজেপি বিরোধী লড়াইয়ের সেরা উদাহরণ, মমতার প্রশংসায় পঞ্চমুখ উদ্ধব
আবারও বাংলা, বাংলার জনগণ এবং মমতা ব্যানার্জির (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) । ভারতবর্ষের বৈচিত্র ধরে রাখতে বাংলা বার বার পথপ্রদর্শক হিসেবে এগিয়ে এসে, বলেছেন তিনি। উদ্ধবের কথায়, যখনই যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপন্ন হয়েছে, দেশকে পথ দেখিয়েছে বাংলা (West Bengal)।
নির্বাচনে বিজেপিকে (BJP) হারিয়ে মমতার জয় নিয়ে এর আগেও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এদিন আবার বলেন, একাই লড়াই করে পশ্চিমবঙ্গের নির্বাচন জিতেছেন মমতা। এতরকম মন্তব্য এবং আক্রমণ সত্ত্বেও বাঙালিরা তাঁদের ইচ্ছাশক্তি প্রমাণ করে দিয়েছেন। বন্দে মাতরম নামক দুটি শব্দ দিয়ে স্বাধীনতার লড়াইকে নতুন মাত্র দেওয়া বাঙালিরা দেখিয়ে দিয়েছে স্বাধীনতা পেতে কী করা দরকার।
এখানেই শেষ হয়নি উদ্ধবের বঙ্গ-স্তুতি। তিনি আরও বলেছেন, যখনই আঞ্চলিক গর্ব বিপদের মুখে পড়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো চাপে পড়েছে, ‘একলা চলো’ কাকে বলে তার উদাহরণ হিসেবে উঠে এসেছে বাংলা। বহু আক্রমণ সত্ত্বেও সবাই বাঙালি গর্বকে বাঁচাতে উঠে দাঁড়িয়েছে। আঞ্চলিক ঐতিহ্য কী করে রক্ষা করতে হয় তা বাংলা দেখিয়েছে।
নির্বাচনে বিজেপিকে হারানোর পর জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা শুরু করেছে তৃণমূল। হিন্দি ইংরেজি বলতে পারা স্মার্ট-ঝকঝকে অভিষেক ব্যানার্জিকে সর্বভারতীয় ক্ষেত্রে সামনে আনা হয়েছে। মনে করা হচ্ছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী লড়াইয়ের প্রধান মুখ হবেন মমতাই। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর এই বয়ান যেন সেদিকেই অঙ্গুলি নির্দেশ করল।