বারলার পর সৌমিত্র, জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবি বিজেপি সাংসদের
জন বারলার পর সৌমিত্র খাঁ (Soumitra Khan)। উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহল (Jangalmahal)। বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ সকালে সংবাদমাধ্যমের সামনে তিনি এই দাবি তোলেন।
এদিকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবির মাধ্যমে বাংলা ভাগের ষড়যন্ত্র করছেন জন বারলা, এই অভিযোগে সাংসদের বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে এফআইআর। গতকাল দিনহাটা থানায় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের বিরুদ্ধে দায়ের হয় এই এফআইআর।
জানা গিয়েছে, জন বারলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জনৈক জাকারিয়া হোসেন। উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্যের দাবি জানানোয় আলিপুরদুয়ারের সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি।
জন বারলার দাবিকে সমর্থন জানায়নি রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ জানিয়ে দেন দল বাংলা ভাগের বিরুদ্ধে। তাহলে কেন এবার জঙ্গলমহলকে বাংলা থেকে আলাদা করার দাবি জানালো দল? উঠছে প্রশ্ন।