দুই হাজারের নীচে নামলো রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ
করোনার দ্বিতীয় ঢেউ (Covid Second Wave) কাটিয়ে সোমবার আরোগ্যের দিকে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ(West Bengal)। এদিন রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ২ হাজারের নীচে। যা গত ৩ এপ্রিলের পর সর্বনিম্ন। সঙ্গে দৈনিক মৃত্যুও নামল ৫০-এর নীচে। কমল অ্যাক্টিভ কেসের সংখ্যাও।
সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে এদিন রাজ্যে ১,৮৭৯ জনের দেহে করোনা সংক্রমণ (COVID 19) সনাক্ত হয়েছে। রাজ্যে ৮টি জেলা বাদ দিলে বাকি সব জায়গায় সংক্রমণ ১০০-র নীচে। উত্তর ২৪ পরগনায় এদিন নতুন আক্রান্ত ২৯৫ জন। পূর্ব মেদিনীপুরে ১৭৮ জন, কলকাতায় ১৭১ জন। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৪.৮৪ লক্ষ।
সোমবারের বুলেটিন অনুসারে রাজ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। গত ২০ এপ্রিলের পর রাজ্যে প্রথম ৫০-এর নীচে নামল দৈনিক মৃত্যু। এদিন উত্তর ২৪ পরগনায় ১০ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় ৯ জনের। হাওড়ায় ৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭,৩৯০।
সোমবার রাজ্যে সুস্থ হয়েছেন ২,১১৩ জন। যার ফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ২৭৬টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২২,৭৪০।
রাজ্যে এদিন প্রায় ৪৮ হাজার করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৯৭.৩০ শতাংশ। সংক্রমণের হার কমে হয়েছে ৩.৯৩ শতাংশ।