উলুবেড়িয়ায় নৌকা করে গ্রামে গিয়ে টিকা দিলেন স্বাস্থ্যকর্মীরা
দিন কয়েক আগেই আমতার বিধায়ক সুকান্ত পাল জেলার দীপাঞ্চল ভাটোরায় গ্রামে গিয়ে কথা দিয়েছিলেন যে, সত্তরোর্ধ্ব ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা করোনা ভ্যাকসিন দেবেন। কিন্তু শনিবার রাতে ডিভিসির ছাড়া জলের তোড়ে মুণ্ডেশ্বরী নদীর উপরে তিনটি বাঁশের সেতু ভেঙে যায়। ফলে জেলার মূল ভূখণ্ড থেকে ভাটোরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভ্যাকসিন পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়। প্রবীণদের সেই অনিশ্চয়তা দূর করতে এগিয়ে এলেন বিধায়ক সুকান্ত পাল। সোমবার সকালে নৌকা করে স্বাস্থ্যকর্মীদের গ্রামে পাঠিয়ে ৫০ জন প্রবীণকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন। পাশাপাশি গ্রামের বাসিন্দাদের করোনা পরীক্ষারও ব্যবস্থা করেন তিনি।
বিধায়ক জানান, আচমকা জলের তোড়ে বাঁশের সেতু ভেঙে যাওয়ায় যাতায়াতের একটা সমস্যা হয়েছিল। তবে মানুষের কথা ভেবে নৌকায় স্বাস্থ্যকর্মীদের গ্রামে পাঠিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী দিনে বিধানসভার প্রতিটি অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এইভাবে প্রবীণ নাগরিকদের ভ্যাকসিন (corona vaccine) দেওয়া হবে।