বাঘ বেরোল উত্তরপাড়ায়? অজানা জন্তু দেখে গুজবে মত্ত অধিবাসীরা
আকারে খানিক ছোটো, কিন্তু দেখতে অনেকটা বাঘের মতো। অথচ বাঘ নয়। আর বাঘ হওয়া সম্ভবও নয়। কারণ জায়গাটা যে উত্তরপাড়া! উত্তরপাড়ায় বাঘ আসবে কোথা থেকে?
তবু নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না এলাকার বাসিন্দারা। বলা যায় না, যদি সত্যিই কোথাও কোনও আনাচ কানাচ থেকে লোকালয়ে এসে পড়ে বাঘ!
কিন্তু না। বেশ কিছু আতঙ্কের প্রহরের পর ভুল ভাঙে। সত্যিই বাঘ নয়। ছাই রঙা জন্তুটা আসলে বাঘরোল। উত্তরপাড়ার হিন্দ মোটরের কাছে জঙ্গল থেকেই লোকালয়ে চলে এসেছিল সে। যতক্ষণ এই তথ্য অজানা ছিল ততক্ষণ যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকা জুড়ে।
বাঘরোলকে বাঘ বলে গুলিয়ে ফেলার ঘটনা অবশ্য নতুন নয়। বছর খানেক আগে ঘটেছিল একই ঘটনা। বাঘের মতো দেখতে অজানা জন্তু ঘিরে সেখানেও আতঙ্ক ছড়ায় বেশ কিছুক্ষণ। তবে সেখানে পাওয়া গিয়েছিল বাঘ রোলের মৃতদেহ। তা দেখে গুজব রটেছিল বাঘ মারা হয়েছে কোন্নগরে। কিন্তু পরে জানা যায় বাঘ না, বাঘরোল দেখেই হিমশিম খাচ্ছিলেন এলাকার মানুষ।
সত্য উদঘাটনের আগে উত্তরপাড়ার জনৈক বাসিন্দার কথায়, ‘ রাত দেড়টার সময় পাড়ায় ঘুরছিল। কাল সন্ধ্যা ৭টা নাগাদ তাকে দেখা গেছে। পুরো এলাকায় মানুষ ভয়ে রয়েছে। খোঁজা হচ্ছে। কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা আন্দাজ করছি চিতাবাঘের মতো কিছু হতে পারে।’
বস্তুত, বাঘরোল নিতান্তই নিরীহ আর ভীতু প্রাণী। একে মেছোবিড়াল বা মেছোবাঘও বলা হয়ে থাকে কখনও কখনও। তাকে দেখে এত আতঙ্কের যে কিছুই নেই, তা বলা বাহুল্য।