সব পাম্পিং স্টেশনে বসছে নজরদারি ক্যামেরা, নির্দেশিকা কলকাতা পুরসভার
কলকাতা পুরসভার (kolkata municipal corporation) নিকাশি বিভাগের কাজকর্ম নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। ৩৮ দফা নির্দেশিকা তৈরি হয়েছে। পাম্প কীভাবে চলবে, কোন সময় চলবে, স্টেশনে নিকাশি বিভাগের আধিকারিকদের দায়িত্ব কী হবে— তা নিয়ে নিকাশি বিভাগ কিছু নির্দিষ্ট পদক্ষেপ করেছে।
পুরসভা সূত্রে খবর, গত কয়েকদিন বর্ষায় জলমগ্ন হয়েছিল শহর। কারণ খতিয়ে দেখতে গিয়ে নিকাশি পাম্পিং স্টেশনগুলির গাফিলতি ধরা পড়ে। সেই কারণেই এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার, পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসক বোর্ডের সদস্য তারক সিং বিভিন্ন পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত ঠিকাদার এবং তাঁদের কর্মীদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। সেই বৈঠকের পরই এই নির্দেশিকার কথা জানিয়েছেন তারক। এবার তাই পাম্পিং স্টেশনগুলিতে নজরদারি ক্যামেরা (CCTV) লাগানো হবে। বসানো হবে বায়োমেট্রিক যন্ত্রও।