দেশ বিভাগে ফিরে যান

৭৭.৮ শতাংশ কার্যকর কোভ্যাকসিন?

June 23, 2021 | < 1 min read

করোনা ভাইরাসের (Covid19) বিরুদ্ধে ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিনের (Covaxin) কার্যকারিতা ৭৭.৮ শতাংশ। সারাদেশের ২৫ হাজার ৮০০ জনের উপর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষে এই সাফল্যের হারের কথা জানিয়েছে ভারত বায়োটেকে। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে ডিসিজিআইয়ের কাছে চূড়ান্ত ছাড়পত্রের জন্য আবেদন করা হয়। সেখানেই এই সাফল্যের কথা জানানো হয়েছে। এর আগে মার্চ মাসে সংস্থার পক্ষ থেকে অন্তর্বর্তী রিপোর্টে ৮১ শতাংশ সাফল্যের দাবি করা হয়েছিল। দেখা যাচ্ছে, ফেজ থ্রি-র চূড়ান্ত ট্রায়ালে সাফল্যের হার কমে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রখ্যাত স্বাস্থ্য পত্রিকায় ফেজ থ্রি-র ট্রায়াল নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়নি। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসিজিআইয়ের অনুমোদন পাওয়ার পরে গবেষণাপত্র প্রকাশের তোড়জোড় শুরু হবে। ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা অবস্থায় গত বছর কোভ্যাকসিনকে জরুরি ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একঝাঁক মন্ত্রী কোভ্যাকসিন নিয়েছিলেন।

ফেজ থ্রি ট্রায়ালের ফলাফল অনুমোদিত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) জরুরি ব্যবহারের তালিকায় ঠাঁই পাবে কোভ্যাকসিন। এই অনুমোদন মিললে কোভ্যাকসিন নেওয়া গ্রাহকরা আন্তর্জাতিক পর্যটনের ছাড়পত্র পাবেন। হু’র অনুমোদন না মেলায় কোভ্যাকসিন নেওয়া ভারতীয়রা অনেক দেশে যেতে পারছেন না। শুধু তাই নয়, যেকোনও দেশেও টিকা রপ্তানি করতে পারবে ভারত বায়োটেক। বুধবারই হু’র কর্তাব্যক্তিদের সঙ্গে ভারত বায়োটেক বৈঠকে বসতে চলেছে বলে খবর। জরুরি তালিকায় অনুমোদনের জন্য ৯০ শতাংশ নথি হু’কে জমা দিয়েছে ভারত বায়োটেক।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Covaxin

আরো দেখুন