← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
মালদহের আম বিদেশে রপ্তানির উদ্যোগ শুরু
বিদেশের মাটিতে মালদহে উৎপন্ন আম রপ্তানির নতুন আশা তৈরি হচ্ছে। লক্ষ্মণভোগ ও ফজলি সহ বেশকিছু প্রজাতির আম (mango) ইতালি, জার্মানি সহ ইউরোপের (europe) কয়েকটি দেশে পাঠানোর বিষয়ে রপ্তানিকারকরা উদ্যোগী হয়েছেন বলে মালদহ ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে দুবাই সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশেও মালদহের আম রপ্তানি হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ট্রেনে করে দিল্লিতে মালদহের আম পাঠানো হয়েছে। রাজ্য সরকার মালদহের আম দেশে ও বিদেশে বিপণনের ক্ষেত্রে উৎসাহ দেখানোয় এই রপ্তানি প্রক্রিয়া গতি পেয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী।