কন্যাশ্রীর বিশ্বজয়ের বর্ষপূর্তিতে স্মৃতিচারণা মমতার
২৩ জুন দিনটি রাষ্ট্রসঙ্ঘের তরফে জনসেবা দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে, গোটা বিশ্বে জনসেবার সাথে যুক্ত সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর এই টুইটে কিছুটা স্মৃতিচারণাও করলেন মুখ্যমন্ত্রী। ২০১৭ সালে রাষ্ট্রসঙ্ঘের তরফে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পকে বিশ্বসেরা হিসেবে পুরস্কৃত করা হয়। সেই কথা টুইটে উল্লেখ করেন তিনি। এছাড়া, ২০১৫ সালে ‘সবার শৌচাগার’ প্রকল্পও যে একই পুরস্কার পেয়েছিল, তও লেখেন মমতা। পাশাপাশি, আগামী দিনে মানুষের জন্যে আরও কল্যাণমূলক কাজ করার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের জনসেবা দিবস প্রতি বছর ২৩ জুন পালিত হয়। ২০০৩ সালের রেজুলেশন এ / আরইএস / ৫৭/২৭৭ হিসাবে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে মনোনীত করা হয়েছিল এই দিনটিকে। এর উদ্দেশ্য, জনগণের জন্য জনসেবার মূল্য এবং যোগ্যতা স্বীকৃতি দেওয়া এবং উন্নয়ন প্রক্রিয়ায় জনসেবার অবদানকে তুলে ধরা। এই দিনটিতে সরকারি কর্মীদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। এগুলি ছাড়াও যুবকদের সরকারি ক্ষেত্রে কেরিয়ার গড়তে উৎসাহিত করা হয়।