খেলা বিভাগে ফিরে যান

স্লোভাকিয়াকে ৫ গোল দিয়ে ইউরোর নকআউটে স্পেন

June 24, 2021 | < 1 min read

এবারের ইউরোয় (Euro 2020) শুরুটা একদমই ভাল হয়নি স্পেনের। প্রথম দুটো ম্যাচ ড্র করেছিলেন লুইস এনরিকের ছেলেরা। স্পেনের (Spain) খেলা নিয়ে কম সমালোচনা হয়নি। তার উপর গোলের সুযোগও নষ্ট করেছিলেন স্পেনের ফুটবলাররা। বাড়ছিল চাপ। বুধবার স্লোভাকিয়ার (Slovakia) বিরুদ্ধে অবশ্য অন্য এক স্পেনকে দেখা গেল। নব্বই মিনিটের শেষে স্কোরলাইন, স্পেন ৫ স্লোভাকিয়া ০। এবারের টুর্নামেন্টে এত বড় ব্যবধানে কোনও দলই জেতেনি। গোটা ম্যাচ জুড়ে চলল ‘তিকিতাকা’ ম্যাজিক।

প্রথমার্ধেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় স্পেন। প্রথমার্ধের শেষে স্পেন ২-০ গোলে এগিয়েছিল। আর এর ফলে দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী স্পেনকে দেখা গেল।

এদিন খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল স্পেন। একাধিক গোলের সুযোগও তৈরি করে ‘বুল ফাইটিং’য়ের দেশ। সারাবিয়া সহজ গোলের সুযোগ নষ্ট করেন। খেলার ১০ মিনিটে পেনাল্টি পায় স্পেন। স্লোভাকিয়ার রোমাদা নিজেদের পেনাল্টি বক্সে কোকে-কে বিশ্রী ভাবে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করতে পারেননি মোরাতা।

খেলার ৩০ মিনিটে এগিয়ে যায় স্পেন। স্লোভাকিয়ার গোলকিপার মার্টিন পেনাল্টি বাঁচিয়ে নায়ক বনে গিয়েছিলেন। কিন্তু তাঁর আত্মঘাতী গোলেই এগিয়ে যায় স্পেন। সারাবিয়ার জোরাল শট স্লোভাকিয়ার বারে আছড়ে পড়ে। শূন্যে ওড়া বল বিপন্মুক্ত করতে গিয়ে গোলকিপার মার্টিন নিজেই বল ঢুকিয়ে দেন জালে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Euro Cup 2020, #slovakia

আরো দেখুন