কলকাতা বিভাগে ফিরে যান

নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন – রায় স্থগিত করলেন বিচারপতি কৌশিক চন্দ

June 24, 2021 | 4 min read

নন্দীগ্রাম কেন্দ্রে গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগে গত ১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেন বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য, শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। কিন্তু নন্দীগ্রাম মামলা (Nandigram Case) ছেড়ে দেওয়ার জন্য বিচারপতিকে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী সূত্রে খবর, বিচারপতি চন্দর এজলাসে শুনানি হলে মিলবে না সুবিচার। তাই মমতা বন্দোপাধ্যায়ের এই আবেদন।

গত সপ্তাহে বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদনে দাবি করা হয়েছে, বিচারপতির কৌশিক চন্দ একসময় বিজেপির (BJP) সক্রিয় সদস্য ছিলেন। তাই অন্য বিচারপতির কাছে নন্দীগ্রাম গণনা সংক্রান্ত মামলা সরানো হোক। আর এই মামলা ছাড়ার জন্য সরাসরি বিচারপতির কাছে আবেদন করেছেন খোদ নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনের পরিভাষায় যাকে বলে ইন্টার লোকেটারি অ্যাপ্লিকেশন।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। কৌশিক চন্দর সাথে বিজেপির নিবিড় যোগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ন্যায় করাটাই যথেষ্ট নয়, যেন তৃতীয়পক্ষের কেউ প্রক্রিয়া দেখে মনে করে হ্যা, সুবিচার হয়েছে। পক্ষপাতদুষ্ট হলে বিচারব্যবস্থা থেকে আস্থা উঠে যাবে মানুষের।

অভিষেক মনু সিঙ্ঘভির তুখোড় সওয়ালের পর, এই মামলা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রায় স্থগিত করেন বিচারপতি চন্দ।

লাইভ আপডেট

12:21: BIG BREAKING নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদনে রায় স্থগিত রাখলেন বিচারপতি কৌশিক চন্দ।

12:20: আইনজীবীদেরও তো রাজনৈতিক পরিচয় থাকে। প্রশ্ন বিচারপতির। জবাবে সিঙ্ঘভি বললেন, কিন্তু বিচারপতিদের ওপর ন্যায় করার দায়িত্ব বর্তায়। তাই তাদের ব্যাপার আলাদা।

12:18: মামলা থেকে প্রায়ই বিচারপতিরা সরে দাঁড়ান। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু নারদ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, আদালতে জোরালো সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির

12: 17: এই মামলাটি বিতর্কিত পর্যায়ে চলে গেছে। তাই, অযথা এই মামলাটি শুনে আরও বিতর্ক উস্কে দেওয়া ঠিক হবে না, বিচারপতিকে জবাব অভিষেক মনু সিঙ্ঘভির।

12:15: আদালতে এই বিষয়ে শুনানির আগেই সংবাদমাধ্যমে একপ্রস্থ ‘বিচারসভা’ বসেছে। আমি যদি সরে দাঁড়াই তাহলে কি সেই ‘মিডিয়া ট্রায়াল’ কে মান্যতা দেওয়া হবে না? পাল্টা প্রশ্ন বিচারপতি চন্দর

12:11: এই প্রসঙ্গ হলফনামা করে না জানিয়ে ১৮ জুন উত্থাপন করলেই ভালো হত, মন্তব্য বিচারপতি চন্দর

12:10: এই মামলা থেকে সরে দাঁড়ালে তাঁর নিজেরই মানবৃদ্ধি হবে, বিচারপতিকে ফের আবেদন করলেন সিঙ্ঘভি

12:08: বিজেপি নেতাদের সাথে ওগুলো ওনারই ছবি, ডেরেক ও’ব্রায়েনের টুইট প্রসঙ্গে মন্তব্য বিচারপতির

12:06: সমাজের বিশিষ্টজনেরাও এই মামলা থেকে বিচারপতি কৌশিক চন্দর সরে দাঁড়ানো উচিত বলে টুইট করেছেন, আদালতকে জানালেন অভিষেক মনু সিঙ্ঘভি

12:04: যে কোনও মামলা থেকে বিচারপতির সরে দাঁড়ানোর আবেদন মামলাকারী করতেই পারেন, সেই অধিকার তাদের আছে। এবং সেটির নিষ্পত্তি বিচারগত ভাবেই হবে, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর

12:02: বিচারপতি কৌশিক চন্দ অতীতে বিজেপির হয়ে মামলা লড়েছেন, তাই তিনি এই মামলা শুনলে জনমানসে বিচারপ্রক্রিয়া নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আদালতে বললেন সিঙ্ঘভি।

11:50: এই পিটিশন গত ২১ মে দাখিল করা হয়েছিল। ১৫ জুন মেয়াদ সম্পূর্ণ হওয়ার অনেক আগে, জানালেন আইনজীবী সিঙ্ঘভি

11:50: জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় মামলা ৪৫ দিনের মধ্যে করতে হয়, এবং আমরা সেটা করেছি, বললেন অভিষেক মনু সিঙ্ঘভি

11:45: ৯ জুন আরেক বিচারপতির এজলাসে মামলার আবেদন করা হয়েছিল, কিন্তু ১০ জুন তিনি জানান এই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়।

11:42: আদালতে অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, ৬ জুন বিচারপতি ভট্টাচার্যের এজলাসে এই মামলার আবেদন জানানো হয়েছিল। ৮ জুন বিচারপতি শরফের এজলাসে এই মামলার আবেদন জানানো হয়েছিল। কিন্তু কোনওটিতেই মামলা ওঠেনি।

11:38: এই মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য বিচারপতির পথে কোনও বাধা নেই, আদালতে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির

11:36: ন্যায় করাটাই যথেষ্ট নয়, তৃতীয়পক্ষের যে কেউ যেন প্রক্রিয়া দেখে নিশ্চিত হতে পারে যে ন্যায় করা হয়েছে, নতুবা বিচারব্যবস্থায় আস্থা হারাবেন তারা, বললেন অভিষেক মনু সিঙ্ঘভি

11:35: আদালতের দায়িত্ব এটা নিশ্চিত করা যে মামলার প্রক্রিয়া যেন পক্ষপাতদুষ্ট না হয়, সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির

11:34: অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, বিজেপির সঙ্গে বিচারপতি কৌশিক চন্দের সম্পর্ক মতাদর্শগত, অদ্বিতীয়, ব্যক্তিগত এবং পেশাদার।

11:33: কৌশিক চন্দকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করার ব্যাপারেও আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে এই মামলা থেকে সরে দাঁড়ানোই শ্রেয় তাঁর।, সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির

11:30: বিচারপতি হওয়ার আগে কৌশিক চন্দ বিজেপির আইনজীবী সেলের সদস্য ছিলেন, তাই এই মামলায় পক্ষপাতের অবকাশ রয়ে যাচ্ছে, আদালতে বললেন অভিষেক মনু সিঙ্ঘভি

11:28: আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, তাদের ধারণা ছিল; এই মামলাটি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বিচারাধীন হবে। কিন্তু ১৬ জুন তাদের হঠাৎ করেই জানানো হয় বিচারপতি কৌশিক চন্দ এই মামলা শুনবেন

11:25: মামলা থেকে সরে দাঁড়ানোর বিষয়টির নিষ্পত্তি না করেই যদি শুনানি শুরু হয়, তাহলে ব্যাপারটা ঘোড়ার আগেই গাড়ি বসানোর মত হয়ে যাবে।

11:24: জনপ্রতিনিধিত্ব আইনের ৮১(৩) ধারা অনুযায়ী যথাযথ পিটিশন দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি চন্দ।

11:23: মামলার শুনানির আগে বিচারপতির সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আবারও আবেদন জানালেন অভিষেক মনু সিঙ্ঘভি।

11:22: বিচারপতিকে অভিষেক মনু সিঙ্ঘভি জানালেন, ভারপ্রাপ্ত বিচারপতির সিদ্ধান্তের অপেক্ষা না করেই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিন বিচারপতির কৌশিক চন্দ।

11:20: অভিষেক মনু সিঙ্ঘভিকে বিচারপতির প্রশ্ন – ভারপ্রাপ্ত বিচারপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত নাকি তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। মক্কেলের সাথে আলোচনা করে জানাব, বললেন সিঙ্ঘভি।

11:13: অভিষেক মনু সিঙ্ঘভির সওয়াল, যদিও ভারপ্রাপ্ত বিচারপতি এখনও সিদ্ধান্ত নেননি, তবুও, বিচারপতি চন্দ স্বেচ্ছায় এই মামলা থেকে সরে দাঁড়াতে পারেন।

11:11: যেহেতু বিচারপতির এজলাস থেকে মামলা সরানোর আবেদন ইতিমধ্যেই ভারপ্রাপ্ত বিচারপতির বিবেচনাধীন, তাহলে কেন মামলার শুনানি আরম্ভ করা হবে না, প্রশ্ন বিচারপতি চন্দ-র

11:09: বিচারপতির প্রশ্ন, ১৮ জুন কেন এই মামলা থেকে তাঁকে সরে দাঁড়ানোর আর্জি জানানো হয়নি?

11:08: বিচারপতি কৌশিক চন্দকে এই মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানালেন অভিষেক মনু সিঙ্ঘভি

11:06: হাইকোর্টে শুরু হল নন্দীগ্রাম শুনানি। ভার্চুয়ালি উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে সওয়াল করছেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nandigram Case, #Kausik Chandra

আরো দেখুন