কলকাতা বিভাগে ফিরে যান

সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ল বন্ধন ব্যাঙ্কের নাম

June 24, 2021 | < 1 min read

কয়েক মাস আগে কলকাতা মেট্রোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল বন্ধন ব্যাঙ্ক। তার জেরে মেট্রোর স্মার্ট কার্ডে জুড়ে গিয়েছিল বন্ধন ব্যাঙ্কের (Bandhan bank) নাম। এবার তারা আরও বড় পদক্ষেপ করল। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের নামকরণ হল ‘বন্ধন ব্যাঙ্ক সল্টলেক সেক্টর ফাইভ’। পাশাপাশি এই ব্যাঙ্ক পেল স্টেশনের ব্র্যান্ডিংয়ের অধিকারও। বন্ধনের দাবি, ভারতীয় রেলের ইতিহাসে গোটা স্টেশনের ‘ব্র্যান্ডিং রাইটস’ দিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম। বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, কলকাতা মেট্রোর সঙ্গে আমরা যুক্ত হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। কারণ এটি দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প। আর সেক্টর ফাইভের সঙ্গে আমাদের ব্যাঙ্কের প্রাণের যোগ। বন্ধন ব্যাঙ্কের প্রধান কার্যালয় সেক্টর ফাইভেই। ভারতীয় রেল এই ধরনের ‘পার্টনারশিপ’-এর জন্য যে আমাদের মতো সংস্থাকে বেছে নিয়েছে, সেটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।

অন্যদিকে, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী বলেন, মেট্রোর সঙ্গে যেভাবে দেশিয় সংস্থা হিসেবে বন্ধন ব্যাঙ্ক যুক্ত হয়েছে, তা অত্যন্ত আনন্দের। কারণ বন্ধন ব্যাঙ্কের নাম লোকমুখে ঘোরে। বন্ধন ব্যাঙ্কের দাবি, এর আগে নভেম্বর মাসে যখন মেট্রো রেলের স্মার্ট কার্ডে বন্ধন ব্যাঙ্কের নাম ব্যবহার করা হয়, সেটিও ছিল অভিনব উদ্যোগ। কারণ কলকাতা মেট্রোর ইতিহাসে এমন চুক্তিও ছিল সেই প্রথম। তার আগে কখনই এই ‘র‌্যাপিড ট্রানজিট সিস্টেম’ কোনও বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ নেয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bandhan bank, #Sector v

আরো দেখুন