উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আজ আলিপুরদুয়ারের জন্মদিন, ঘোষণা হবে একগুচ্ছ প্রকল্প

June 25, 2021 | 2 min read

আজ, শুক্রবার আলিপুরদুয়ার জেলার সপ্তমবর্ষ জন্মদিন। আলিপুরদুয়ার জেলা পরিষদ এবার ঘটা করে জেলার জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বুধবারই জেলা পরিষদ বৈঠক করেছে। ওই বৈঠকে ঠিক হয়েছে জেলার জন্মদিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবির করার পাশাপাশি জেলা পরিষদের নতুন একগুচ্ছ উন্নয়ন কাজের পরিকল্পনার কথা ঘোষণা করা হবে।

২০১৪ সালের ২৫ জুন সাবেক জলপাইগুড়ি জেলা থেকে পৃথক জেলা হয় আলিপুরদুয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতোই আলিপুরদুয়ার পৃথক জেলার মর্যাদা পায়। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এবার জেলা পরিষদ ঘটা করে জেলার জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছে।

পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার ২৫ জুন জেলার জন্মদিন ঘটা করেই পালন করা হবে। তবে করোনার যাবতীয় বিধি মেনেই জেলার জন্মদিনের অনুষ্ঠান হবে। তারজন্য যাবতীয় প্রস্তুতি জোরকদমে চলছে। জেলার জন্মদিনেই পরিষদের একগুচ্ছ নতুন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার কথা ঘোষণা করা হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, জেলার জন্মদিনে জেলা পরিষদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির করা হবে। নতুন উন্নয়নমূলক কাজের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা হবে। রাস্তাঘাট, পরিস্রুত পানীয় জল, কমিউনিটি শৌচাগার, হাটগুলির সংস্কার সহ বিগত অর্থবর্ষে পরিষদের কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে তার যাবতীয় পরিসংখ্যান ও খতিয়ানের তালিকা তুলে ধরা হবে ওই অনুষ্ঠানে।

সল্টলেকে সেক্টর ফাইভে আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পরিষদ আলিপুরদুয়ার ভবন তৈরির জন্য ১০ কাঠা জমি কিনেছে। ওই জমির মিউটেশন ও বিল্ডিং তৈরির প্ল্যানও পাস হয়েছে। পরিষদ জানিয়েছে, জন্মদিন পালনের পর ওই ভবন তৈরির কাজ শুরু হবে।

প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলা পরিষদ ইতিমধ্যেই তাদের নিজস্ব ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার একটি সংস্থাকে ওয়েবসাইট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু, করোনা ও আত্মশাসনপর্বের জেরে জেলা পরিষদের সেই ওয়েবসাইটের কাজ পিছিয়ে যায়। পরিষদের সভাধিপতি বলেন, জেলার জন্মদিন পালনের পর ওয়েবসাইট চালু করার বিষয়টি দ্রুততার সঙ্গে শেষ করা হবে। তবে জেলার জন্মদিনে নতুন উন্নয়নমূলক কাজের ঘোষণায় এবার চমক থাকবে বলে পরিষদের দাবি।

সভাধিপতি জানিয়েছেন, সেই কারণেই নতুন উন্ননমূলক কাজের পরিকল্পনার কথা আগাম ঘোষণা করা হচ্ছে না। শুক্রবারই জেলাবাসী সবটা জানতে পারবেন।

আজকের এই বিশেষ দিনে টুইট করে আলিপুরদুয়ারের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সার্বিক উন্নয়নে কাজ করবে সরকার, এমনটাও লেখেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#birthday, #alipurduar

আরো দেখুন